Gopal Keeping Tips in Summer

গরমে গোপালকে শুধু চার প্রহর খাবার দিলেই হবে না, তাঁকে যত্নে রাখার জন্য মানতে হবে সহজ কিছু টোটকা

ঋতুভেদে গোপালকে যত্ন করার রীতি বদলে যায়। একটি দুধের শিশুকে যেমন নানা ঋতুতে ভিন্ন ভিন্ন ভাবে যত্ন নিতে হয়, গোপালের ক্ষেত্রেও ব্যাপারটা অনেকটা সে রকমই।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ০২ জুন ২০২৫ ১১:২৬
Share:

—প্রতীকী ছবি।

অনেক হিন্দুই বাড়িতে গোপালের বিগ্রহ রাখেন। শ্রীকৃষ্ণের ছোটবেলার রূপ গোপাল নামে পরিচিত। যাঁরা বাড়িতে গোপাল রাখেন, তাঁরা গোপালকে বাড়ির একজন হিসাবেই দেখেন। গোপালকে তাঁর পছন্দের খাবার দেন, তাঁর জন্মদিন পালন করেন। গোপালকে বাড়িতে রাখার জন্য নানা নিয়ম মেনে চলতে হয়। গোপালকে নিয়ম করে চার প্রহরে খাবার ও জল দিতে হয়, নচেৎ তিনি রুষ্ট হয় বলে মনে করা হয়। ঋতুভেদে গোপালকে যত্ন করার রীতি বদলে যায়। একটি দুধের শিশুকে যেমন নানা ঋতুতে ভিন্ন ভিন্ন ভাবে যত্ন নিতে হয়, গোপালের ক্ষেত্রেও ব্যাপারটা অনেকটা সে রকমই। কিন্তু শিশু হলেও তিনি ঈশ্বরের অবতার, তাই সবটাই করতে হয় নিয়মমাফিক। এই গরমে গোপালের যত্ন কী ভাবে নেবেন জেনে নিন।

Advertisement

গোপাল রাখার নিয়মকানুন:

স্নান ও পোশাক: গরমকালে প্রতি দিন সূর্যোদয়ের আগে গোপালের ঘুম ভাঙাতে হবে। স্নানের ক্ষেত্রে মোটামুটি ঠান্ডা জলের মধ্যে চন্দন, গোলাপজল ও কেওড়া জল মিশিয়ে স্নান করাতে হবে। স্নানের পর পাতলা সুতির কাপড় দিয়ে গা মুছিয়ে দেবেন। তার পর পাতলা সুতির কাপড়ের জামা পরাবেন। হালকা হলুদ, আকাশি, সাদা প্রভৃতি হালকা রঙের জামা পরাতে পারলে খুব ভাল হয়।

Advertisement

ভোগ: গরমে গোপালকে বেশি কিছু ভোগ দেবেন না। মরসুমি ফল, মিছরির জল, ঠান্ডা পায়েস প্রভৃতি ভোগ দেওয়া যেতে পারে।

সাজগোজ: গরমে গোপালকে যেমন হালকা-পাতলা জামা পরাচ্ছেন, তেমনই সাজের ক্ষেত্রেও বেশি ভারী গয়না পরানো যাবে না। হালকা রুপোর গয়না, ফুলের মালা পরানো যেতে পারে। তবে রাতে শোয়ানোর আগে সে সব খুলে রাখলে ভাল হয়। মাথায় মুকুট পরাবেন না।

অন্যান্য যত্ন: গরমকালে দুপুরের দিকে গোপালের হাতে-পায়ে চন্দন মাখাতে পারেন। চন্দন শরীরকে ঠান্ডা রাখে, এতে গোপাল আরাম পাবেন। গোপালের পাশে ছোট্ট ফ্যান সব সময় চালিয়ে রাখতে পারলে খুব ভাল হয়, বিশেষ করে মশারি টাঙিয়ে ঘুম পাড়ানোর সময়। জুঁই বা বেল ফুলের সুগন্ধযুক্ত ধূপকাঠি জ্বালাতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement