Ambubachi 2025

আষাঢ়ের বৃষ্টিতে সিক্ত হয়ে ঋতুমতী হয় ধরিত্রী, শুরু হয় অম্বুবাচী, এই বছর প্রবৃত্তি শুরু কবে? নিবৃত্তি হচ্ছে কখন?

আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের তৃতীয় পদের শেষে শুরু হয় অম্বুবাচী। পালিত হয় তিন দিন ধরে। জেনে নিন দিনক্ষণ।

Advertisement

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ১৬ জুন ২০২৫ ০৭:৪৯
Share:

—প্রতীকী ছবি।

সূর্যদেব আর্দ্রা নক্ষত্রে গমন করলে বর্ষাকাল শুরু হয়। বর্ষার জলে সিক্ত হয়ে ধরিত্রীমাতা উর্বরা হয়ে ওঠে। বর্ষায় ধরিত্রীমাতার সিক্ত হওয়াকে পৃথিবীর ঋতুমতী হওয়ার সঙ্গে তুলনা করা হয়। অম্বুবাচী শব্দের অর্থ জলবৃদ্ধি। মৃগশিরা নক্ষত্রের তৃতীয় পদের শেষে, অর্থাৎ চতুর্থ পদে সূর্য গমন করলে অম্বুবাচীর প্রবৃত্তি হয়, অর্থাৎ অম্বুবাচী শুরু হয়।

Advertisement

পৃথিবীর এই ঋতুমতীদশা তিন দিন ধরে পালন করা হয়। শাস্ত্রমতে, অম্বুবাচীর তিন দিন সব ধরনের মাঙ্গলিক এবং শুভ কাজ, যেমন বিয়ে, উপনয়ন, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ, গৃহারম্ভ ইত্যাদি থেকে বিরত থাকা উচিত। কৃষিকাজ সংক্রান্ত কোনও কাজও এই সময় করা হয় না। চতুর্থ দিন থেকে কোনও বাধা থাকে না। সতীপীঠের অন্যতম দেবী কামাখ্যা মন্দিরে এই তিথিতে বিশেষ উৎসব পালন করা হয়। আগামী ২২ জুন, রবিবার অম্বুবাচী প্রবৃত্তি (শুরু)।

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে–

Advertisement

অম্বুবাচী প্রবৃত্তি (শুরু)–

বাংলা– ৭ আষাঢ়, রবিবার।

ইংরেজি– ২২ জুন, রবিবার।

সময়– সকাল ৬টা ১০ মিনিট।

অম্বুবাচী নিবৃত্তি (শেষ)–

বাংলা– ১০ আষাঢ়, বুধবার।

ইংরেজি– ২৫ জুন, বুধবার।

সময়– সন্ধ্যা ৬টা ১০ মিনিট গতে।

গুপ্তপ্রেস পঞ্জিকা মতে–

অম্বুবাচী প্রবৃত্তি (শুরু)–

বাংলা– ৭ আষাঢ়, রবিবার।

ইংরেজি– ২২ জুন, রবিবার।

সময়– দুপুর ২টো ৫৬ মিনিট ৩ সেকেন্ড।

অম্বুবাচী নিবৃত্তি (শেষ)–

বাংলা– ১০ আষাঢ়, বুধবার।

ইংরেজি– ২৫ জুন, বুধবার।

সময়– রাত ৩টে ১৯ মিনিট ১৭ সেকেন্ড গতে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement