Astrological Prediction of 2025

ছ’মাসে পাঁচ দুর্ঘটনা, নেপথ্যে কি মঙ্গল-রাহু-কেতুর একই অক্ষে অবস্থান? বাকি ছ’মাস কেমন যাবে?

মঙ্গল যখনই সক্রিয় হয়েছে এবং শত্রু গ্রহের সঙ্গে সংযোগ স্থাপন করেছে, তখনই কোনও না কোনও অমঙ্গল ঘটেছে। ২০২৫ সালকে বিদায় জানাতে অপেক্ষা করতে হবে আরও প্রায় ছ’মাস। এই সময়কালে সকলকেই সতর্ক থাকতে হবে।

Advertisement

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ১৫ জুন ২০২৫ ০৭:২১
Share:

—প্রতীকী ছবি।

নামে মঙ্গল হলেও, মঙ্গলের অশুভ অবস্থান এবং অশুভ সংযোগ ঘোর অমঙ্গল ঘটায়। জ্যোতিষশাস্ত্রে দুর্ঘটনার কারক গ্রহ হল মঙ্গল। ২০২৫ সাল মঙ্গলের প্রভাবের বছর। এই বছর, অর্থাৎ ২০২৫ সালে গুরুত্বপূর্ণ চারটি গ্রহ স্থান বা রাশি পরিবর্তন করেছে। ২০২৫ সালের ছয় মাস পূর্ণ হতে না হতে আমরা বেশ কয়েকটি অপ্রত্যাশিত মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হয়েছি। দুর্ঘটনার ফলে বহু মায়ের কোল খালি হয়েছে, অগণিত মানুষ মারা গিয়েছে। আমরা আমাদের সহ-নাগরিকদের হারিয়েছি। মঙ্গল যখনই সক্রিয় হয়েছে এবং শত্রু গ্রহের সঙ্গে সংযোগ স্থাপন করেছে, তখনই কোনও না কোনও অমঙ্গল ঘটেছে। ২০২৫ সালকে বিদায় জানাতে অপেক্ষা করতে হবে আরও প্রায় ছ’মাস। এই সময়কালে সকলকেই সতর্ক থাকতে হবে। কারণ, এর মাঝেও মঙ্গল সক্রিয় হবে এবং শত্রু গ্রহের সঙ্গে সংযোগ স্থাপন করবে। এর ফলে ঘটতে পারে নানা অঘটন।

Advertisement

৭ জুন, ভারতীয় সময় রাত ২টো ১৩ মিনিটে রাশি পরিবর্তন করে মঙ্গল সিংহ রাশিতে গমন করেছে। আগামী ২৮ জুলাই রাত ৭টা ৫৯ পর্যন্ত সিংহ রাশিতেই অবস্থান করবে।

সিংহ রাশি রবির স্থান, মঙ্গলের মিত্র ক্ষেত্র এবং অগ্নিকারক রাশি। মঙ্গল উষ্ণ গ্রহ। সিংহ রাশিতে ইতিমধ্যে উপস্থিত কেতু, শাস্ত্রমতে, কেতু মঙ্গলের ন্যায় গ্রহ। এর অর্থ হল মঙ্গল সিংহ রাশিতে গমন করে বিশেষ সক্রিয় হয়ে উঠেছে। ঠিক উল্টো দিকে, সপ্তম স্থানে কুম্ভ রাশিতে উপস্থিত রাহু। অর্থাৎ মঙ্গল, রাহু ও কেতু একই অক্ষে অবস্থান করছে। এই যোগ আমাদের সকলের জন্যই অত্যন্ত অশুভ।

Advertisement

রাহুর সঙ্গে সম্পর্কিত দুর্ঘটনা। সাধারণত আকাশপথে বা উড়ন্ত বস্তু দ্বারা অঘটন ঘটার শঙ্কা বৃদ্ধি পায়। সঙ্গে মঙ্গলের অবস্থান হওয়ার ফলে অগ্নিকাণ্ড, বিস্ফোরণ, অস্ত্র ও গোলাবারুদের অপব্যবহার বা মাত্রাতিরিক্ত ব্যবহারের শঙ্কাও তুলনামূলক ভাবে বৃদ্ধিপ্রাপ্ত হয়। রাহু যে কোনও ধরনের অপ্রত্যাশিত বিষক্রিয়া ঘটাতে পারে।

২৯ জুলাই থেকে ১৩ সেপ্টেম্বর, ২০২৫ পর্যন্ত মঙ্গল কন্যা রাশিতে অবস্থান করে সংযোগ স্থাপন করবে শনির সঙ্গে। এই সময়কালেও নানা খারাপ ঘটনা ঘটতে পারে। সকলের সচেতন থাকাই বাঞ্ছনীয়।

এর পর মঙ্গল রাশি পরিবর্তন করে ১৪ সেপ্টেম্বর থেকে ২৭ অক্টোবর, ২০২৫ সময়কাল পর্যন্ত তুলা রাশিতে অবস্থান করবে এবং সম্পর্ক স্থাপন করবে রাহুর সঙ্গে। এই সময়কালও শুভ নয়।

২৮ অক্টোবর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত সময়কাল মঙ্গল নিজক্ষেত্র, বৃশ্চিক রাশিতে অবস্থান করে পুনরায় সংযোগ স্থাপন করবে শনির সঙ্গে। এই সময়কালও আমাদের জন্য ভাল নয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement