Astrological Explanations

গ্যাসে বসানো দুধ ঘন ঘন উথলে পড়ে? ভয়ানক কোনও বিপদের আশঙ্কা নয় তো? জেনে নিন জ্যোতিষ কী বলছে

শাস্ত্রমতে, এমন অনেক খাবার জিনিস রয়েছে যেগুলি পড়ে যাওয়া অত্যন্ত অশুভ। এতে বাস্তু তথা আমাদের নিজেদের উপরও নানা খারাপ প্রভাব পড়তে পারে।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১৩ জুন ২০২৫ ১০:৪৪
Share:

—প্রতীকী ছবি।

রান্না করার সময় অনেক কিছুই আমাদের হাত থেকে পড়ে যায়। কিংবা গ্যাসে রান্না চাপিয়ে আমরা অনেক সময়ই অন্যমনস্ক হয়ে পড়ি। এর ফলেও অনেক কিছু উথলে পড়ে। এতে জিনিস তো নষ্ট হয়ই, একাধারে আমাদের ভাগ্যও নানা দোষের কবলে পড়ে। শাস্ত্রমতে, এমন অনেক খাবার জিনিস রয়েছে যেগুলি পড়ে যাওয়া অত্যন্ত অশুভ। এতে বাস্তু তথা আমাদের নিজেদের উপরও নানা খারাপ প্রভাব পড়তে পারে। জেনে নিন সেগুলি কী।

Advertisement

কোন কোন খাবারের জিনিস পড়ে যাওয়া খারাপ এবং কেন?

দুধ: গ্যাসে দুধ গরম করতে বসিয়ে আমরা মাঝেমধ্যেই ভুলে যাই। তাতে দুধ দুধের মতো গরম হয়ে উথলে পড়ে যায়। তবে এই একই জিনিস যদি ঘন ঘন হয় তা হলে বুঝতে হবে যে এটি কোনও আসন্ন অশুভ ঘটনার ইঙ্গিত। বাড়ির উপর কোনও কুনজর পড়লেও এমনটা হতে পারে। এর থেকে বুঝতে হবে যে পরিবারে লোকেদের মধ্যে সম্পর্ক খারাপ হতে চলেছে। অশান্তির পরিমাণ বৃদ্ধি পাবে, জীবনে আর্থিক সমস্যা সৃষ্টি হতে পারে। এ ছাড়াও, বাস্তুশাস্ত্রে দুধকে চন্দ্রের কারক মনে করা হয়। তাই গ্যাসে বসানো দুধ উথলে পড়লে চন্দ্রের দোষও হতে পারে। এই ঘটনা যদি প্রতি দিন হতে থাকে তা হলে বুঝতে হবে বাড়ির কেউ অসুস্থ হতে পারে।

Advertisement

শস্যদানা: শস্যদানাকে মা লক্ষ্মীর আশীর্বাদ বলে মনে করা হয়। তাই কাজ করার সময় নিজের অজান্তে হলেও শস্যদানাকে কোনও মতে নীচে পড়তে দেওয়া যাবে না। এটি হলে সংসারে অভাবের কালো মেঘ নেমে আসতে পারে। মা লক্ষ্মী রুষ্ট হবেন। এমনকি খেতে দেওয়ার সময় বা খাবার খাওয়ার সময়ও সতর্ক থাকতে হবে যাতে সেগুলি মাটিতে না পড়ে। পড়লেই হবে ঘোর অমঙ্গল।

নুন: হাত থেকে নুন পড়ে যাওয়াও যে খুব খারাপ সেটা আমাদের অনেকেরই জানা নেই। আপনার হাত থেকে যদি ঘন ঘন নুন পড়ে যায় তা হলে বুঝতে হবে যে জন্মছকে বৃহস্পতি ও চন্দ্রের দোষ রয়েছে। এতে আর্থিক সঙ্কটের মুখে পড়তে হতে পারে এবং পরিবারে নিজেদের মধ্যেও সমস্যা হতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement