—প্রতীকী ছবি।
প্রত্যেক মানুষেরই স্বভাবের বিভিন্নতা থাকে। নয়টি গ্রহের ভিন্ন ভিন্ন প্রভাবের ফলেও মানুষের স্বভাব নানা রকমের হয়। মানুষের স্বভাবের বিভিন্নতা অনুযায়ী তাঁর আচার-ব্যবহার ফুটে ওঠে। কিছু মানুষ নিজের সঙ্গীকে অগাধ বিশ্বাস করেন, কিছু মানুষ আবার খুব বেশি সন্দেহ করেন। কিছু মানুষ মনে করেন যে তাঁদের সঙ্গী যদি সর্বদা তাঁদের সঙ্গে থাকেন তা হলে খুব ভাল হত। সঙ্গী একটু চোখের আড়াল হলেই তাঁদের মন অস্থির হয়ে যায়। জ্যোতিষশাস্ত্র মতে, বেশি সন্দেহ করাটাও রাশির তারতম্যের কারণেই হয়ে থাকে। জেনে নিন কোন কোন রাশির ব্যক্তিরা তাঁদের সঙ্গীকে অন্যদের তুলনায় একটু বেশিই সন্দেহ করেন।
কোন রাশির মানুষেরা বেশি সন্দেহ করেন?
মেষ– মেষ রাশির জাতক-জাতিকারা একটু বেশি সন্দেহবাতিক হন। এরা এঁদের সঙ্গীর প্রত্যেকটা আচরণের উপর বিশেষ নজর রাখেন। সঙ্গীর কোনও কিছুই যেন এঁদের চোখ এড়ায় না। খুব বেশি সন্দেহ করার জন্য মাঝেমধ্যেই এঁদের জীবনে ঝগড়া-অশান্তি হয়। তাতে নানা ক্ষতিও হয়ে যায়।
বৃষ– বৃষ রশির জাতক-জাতিকাদের অনেক বেশি সন্দেহ করার প্রবণতা থাকে। এঁরা যে কোনও বিষয় নিয়ে খুব গভীরে গিয়ে ভাবতে ভালবাসেন। তাই তাঁরা সব কিছুকেই সন্দেহের চোখে দেখেন। সঙ্গী বেশি ক্ষণ চোখের বাইরে থাকলেই নানা চিন্তা তাঁদের মনে দানা বাঁধে। এর ফলে বিভিন্ন দিক থেকে ক্ষতিগ্রস্তও হতে হয়।
ধনু– ধনু রাশির জাতক-জাতিকারা নিজের সঙ্গীর উপর বিশেষ নজর রাখেন। সঙ্গীর যে কোনও বিষয় খুব বেশি খতিয়ে দেখতে পছন্দ করেন তাঁরা। সঙ্গীকে নিয়ে নানা ধরনের চিন্তাভাবনা তাঁদের মাথায় চলতে থাকে। ধনু রাশিরা সর্বদা মনে করেন যে তাঁদের থেকে কিছু একটা লোকানো হচ্ছে। সেটা নিয়ে নিজেদের মধ্যে ঝামেলাও হয়।