Tulsi Manjari benefits

শুধু তুলসী পাতাই নয়, ভাগ্যের হাল ফেরাতে তুলসী মঞ্জরীও কার্যকরী

জ্যোতিষশাস্ত্র মতে তুলসী মঞ্জুরি দিয়ে করা কিছু টোটকা আমাদের জীবনের নানা সমস্যার সমাধান করে দিতে পারে।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৪ ০৬:৪৭
Share:

—প্রতীকী ছবি।

জ্যোতিষশাস্ত্রে তুলসীপাতা দিয়ে করা যায় এমন নানা টোটকার কথা উল্লেখ আছে। এই ব্যাপারে আমরা কমবেশি সকলেই জানি। শুধু তুলসী পাতাই নয়, তুলসী মঞ্জরীও পুজোর কাজ তথা টোটকার কাজে প্রচুর উপকারে আসে । জ্যোতিষশাস্ত্র মতে তুলসী মঞ্জরী দিয়ে করা কিছু টোটকা আমাদের জীবনের নানা সমস্যার সমাধান করে দিতে পারে।

Advertisement

টোটকা

১) আমরা প্রায় সকলেই জানি যে, তুলসী মঞ্জরী শ্রীবিষ্ণুর খুব প্রিয় জিনিস। প্রতি দিন শ্রীবিষ্ণুকে তুলসী মঞ্জরী অর্পণ করলে মোক্ষ লাভ হয়। এ ছাড়া সাংসারিক নানা বাধাবিপত্তি কেটে যায়।

Advertisement

২) খুব অভাব-অনটনের মধ্য দিয়ে দিন যাচ্ছে? শুক্রবার মা লক্ষ্মী দেবীর চরণে তুলসী মঞ্জরী অর্পণ করুন। পর পর কয়েকটি সপ্তাহ এই টোটকা পালন করুন।

৩) কথিত রয়েছে, যে বাড়িতে তুলসী গাছে প্রচুর পরিমাণে তুলসী মঞ্জরীর ফলন হয়, সেই বাড়িতে দেবী লক্ষ্মী বসবাস করেন।কিন্তু গাছে অতিরিক্ত তুলসী মঞ্জরী হলে সেগুলোকে কেটে ফেলতে হবে।

৪) একটা লাল কাপড়ে কিছুটা তুলসী মঞ্জরী বেঁধে নিজের টাকা রাখার জায়গায় রেখে দিন। এর ফলে বাড়িতে ধনবৃদ্ধি হয়।

৫) বাড়ি থেকে ঋণাত্মক শক্তি দূর করতে একটা পাত্রে কিছুটা গঙ্গাজল এবং কিছুটা তুলসী মঞ্জরী একসঙ্গে মেসান। সেই জল সারা বাড়িতে ছিটিয়ে দিন। এতে ঋণাত্মক শক্তি কমে যায়।

৬) বাচ্চাদের লেখাপড়ায় মন আনতে পড়ার টেবিলে একটা ছোট পাত্রে কিছুটা তুলসী মঞ্জরী রেখে দিন। শুদ্ধ বস্ত্রে এই কাজ করতে হবে এবং খেয়াল রাখতে হবে, তুলসী মঞ্জরীর পাত্রটিও যাতে শুদ্ধই থাকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement