কোন লাইনে উন্নতি

পেশা নিয়ে প্রত্যেকেই প্রায় চিন্তিত থাকেন। যোগ্যতা যাই থাকুক না কেন, এটা ঠিক যে কোনও পেশায় সবাই সফল হতে পারে না। এখানেও সেই গ্রহ সন্নিবেশ।

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ২৫ মে ২০১৮ ০০:০৭
Share:

পেশা নিয়ে প্রত্যেকেই প্রায় চিন্তিত থাকেন। যোগ্যতা যাই থাকুক না কেন, এটা ঠিক যে কোনও পেশায় সবাই সফল হতে পারে না। এখানেও সেই গ্রহ সন্নিবেশ। তাই জ্যোতিষ মতে যদি পেশা ঠিক করা যায় তবে অনেক বেশি ফলপ্রসূ হতে পারে। এখন দেখে নেওয়া যাক কে কোন পেশায় বেশি সফল হতে পারেন

Advertisement

(তুলা থেকে মীন রাশি)

তুলা রাশিঃ-

Advertisement

চিত্রা- জমিজমা সংক্রান্ত কাজ।

স্বাতী- প্রকাশনী ব্যবসা বা ছাপার কাজ, ব্রোকার ব্যবসা, কম্পিউটার, সফটওয়্যারের কাজ কিংবা ব্যবসা।

বিশাখা- দুধ, ঘি, মাখনের ব্যবসা।

বৃশ্চিক রাশিঃ-

বিশাখা- মনোবিদের কাজ, গণমাধ্যমের কাজ, মাছ চাষ।

অনুরাধা- এজেন্সি সংক্রান্ত কাজ, কম্পিউটার সংক্রান্ত কাজ, ম্যানুফ্যাকচারিং জব, মনোবিদের কাজ।

জ্যেষ্ঠা- কেমিক্যাল ব্যবসায় লাভবান হবেন, দশকর্মা ভান্ডারের ব্যবসায় লাভ, শেয়ার ক্রয়-বিক্রয়, বিবাহ সামগ্রীর ব্যবসা।

ধনু রাশিঃ-

মূলা- সুদের ব্যবসা, নবগ্রহ মূল, বিজ্ঞাপনের কাজ, শিক্ষকতা।

পূর্বষাঢ়া- প্রসাধনী ব্যবসা, মার্কেটিং-এর কাজ।

উত্তরাষাঢ়া- পরামর্শদাতা, কারিগরির কাজ, বস্ত্র ব্যবসা।

মকর রাশিঃ-

উত্তরাষাঢ়া- জমিজমার কাজ, লোহা।

শ্রবণা- বইয়ের ব্যবসা, লেখালেখির কাজ।

ধনিষ্ঠা- ইট-বালি-সিমেন্টের ব্যবসা।

কুম্ভ রাশিঃ-

ধনিষ্ঠা- নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের ব্যবসা, কাঠের ব্যবসা, জমিজমা, শেয়ার কেনাবেচা।

শতভিষা- গণমাধ্যমের কাজ, কম্পিউটারের কাজ।

পূর্ব ভাদ্রপদ- সুদের ব্যবসা, জুয়েলারী ব্যবসা, শেয়ারের ব্যবসা।

মীন রাশিঃ-

পূর্ব ভাদ্রপদ- অ্যাঙ্কারিং, সাংবাদিকতা, সোনার ব্যবসা, শিক্ষকতা।

উত্তর ভাদ্রপদ- আধ্যাত্ম কাজে ব্যবহৃত হয় এমন জিনিসের ব্যবসায় উন্নতি।

রেবতী- আধ্যাত্মিক বইয়ের ব্যবসা, গণমাধ্যমের কাজ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন