Financial Situation in August

অগস্টে কোন রাশির জাতক-জাতিকাদের আয়ের যোগ রয়েছে? কাদের ব্যয় বেশি হবে?

রাশি অনুযায়ী অগস্ট মাসে আপনার আয়ক্ষেত্র কেমন থাকবে? জ্যোতিষের থেকে জেনে নিন।

Advertisement

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ০২ অগস্ট ২০২৪ ১১:৩৬
Share:

—প্রতীকী ছবি।

মেষ রাশির আয়ক্ষেত্রের অধিপতি নিজের ক্ষেত্রে শুভ অবস্থানে রয়েছে। শুক্রের সঙ্গে দৃষ্টি সম্পর্কে থাকায় এই রাশিকে আয়ের ক্ষেত্রে শুভ ফল দান করবে।

Advertisement

বৃষ রাশির আয়ের ক্ষেত্রে রাহুর অবস্থান হওয়ায় শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা কম। তবে হঠাৎ প্রাপ্তি হতে পারে।

মিথুন রাশির আয়ক্ষেত্রের অধিপতির বৃহস্পতির সঙ্গে অবস্থান হওয়ায় এই রাশিকে আয়ের ক্ষেত্রে শুভ ফল দান করবে।

Advertisement

কর্কট রাশির আয়ক্ষেত্রে বৃহস্পতি থাকায় এই রাশির আয়ের ক্ষেত্র ভাল।

সিংহ রাশির আয়ক্ষেত্র অধিপতির অবস্থান অনুযায়ী মিশ্র ফল প্রাপ্তির সম্ভাবনা রয়েছে।

কন্যা রাশির আয়ক্ষেত্রের সঙ্গে রাহুর দৃষ্টি সম্পর্ক থাকায় মিশ্র ফল প্রাপ্তির সম্ভাবনা রয়েছে।

তুলা রাশির আয়ের ক্ষেত্রে মাসের প্রথম ভাগ শুভ হলেও তুলনামূলক ভাবে দ্বিতীয় ভাগ বেশি শুভ।

বৃশ্চিক রাশির আয়ক্ষেত্রে কেতুর অবস্থান এবং বৃহস্পতির সঙ্গে দৃষ্টি সম্পর্ক থাকায় আয়ের ক্ষেত্রে শুভ ফল লাভ হবে।

ধনু রাশির আয়ক্ষেত্র অধিপতির অবস্থান অনুযায়ী শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা কম।

মকর রাশির আয়ক্ষেত্রের সঙ্গে বৃহস্পতির দৃষ্টি সম্পর্ক থাকায় শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা রয়েছে।

কুম্ভ রাশির আয়ের ক্ষেত্রে মিশ্র ফল প্রাপ্তির সম্ভাবনা রয়েছে।

মীন রাশির আয়ক্ষেত্র অধিপতির নিজের ক্ষেত্রে শুভ অবস্থান হলেও মাসের প্রথম ভাগের তুলনায় দ্বিতীয় ভাগে আয়ের ক্ষেত্র বেশি শুভ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement