Dhanteras Puja 2025

ধনত্রয়োদশীতে দেবী লক্ষ্মীর পুজো করলে অর্থভাগ্য উন্নত হয়! কবে পড়ছে ধনতেরস? পুজো করার শুভ সময় কখন?

সমুদ্রমন্থনে ধনরত্ন-সহ দেবী লক্ষ্মীর অমৃতপাত্র হাতে আগমন হয় দেবতাদের চিকিৎসক ও আরোগ্যের দেব ধন্বন্তরির। সেই হিসেবে ধনতেরস তিথি হল সম্পদ এবং সমৃদ্ধির দেবী লক্ষ্মী এবং আরোগ্যের দেব ধন্বন্তরির জন্মতিথি।

Advertisement

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২৫ ০৬:৫৫
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

‘ধন’ শব্দের অর্থ হল ধনসম্পত্তি। ‘তেরাস’ শব্দের উৎপত্তি হয়েছে ত্রয়োদশী তিথি থেকে। ত্রয়োদশী তিথিতে পালিত উৎসব ধনতেরস নামে পরিচিত। শাস্ত্রমতে, অমৃতের সন্ধানে দেবাসুরের সমুদ্রমন্থনের দিনটি ত্রয়োদশী বা ধনতেরস তিথি হিসাবে পালন করা হয়। সমুদ্রমন্থনে ধনরত্ন-সহ দেবী লক্ষ্মীর অমৃতপাত্র হাতে আগমন হয় দেবতাদের চিকিৎসক ও আরোগ্যের দেব ধন্বন্তরির। সেই হিসেবে ধনতেরস তিথি হল সম্পদ এবং সমৃদ্ধির দেবী লক্ষ্মী এবং আরোগ্যের দেব ধন্বন্তরির জন্মতিথি।

Advertisement

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে—

ত্রয়োদশী আরম্ভ—

Advertisement

বাংলা: ১ কার্তিক, শনিবার।

ইংরেজি: ১৮ অক্টোবর, শনিবার।

সময়: দুপুর ১২টা ২১ মিনিট।

অমৃতযোগ ভোর ৬টা ২৪ মিনিটের মধ্যে, পুনরায় ৭টা ১০ মিনিট গতে ৯টা ২৭ মিনিটের মধ্যে, পুনরায় ১১টা ৪৫ মিনিট গতে ২টো ৪৭ মিনিটের মধ্যে, পুনরায় ৩টে ৩৩ মিনিট গতে অস্তাবধি।

ত্রয়োদশী শেষ—

বাংলা: ২ কার্তিক, রবিবার।

ইংরেজি: ১৯ অক্টোবর, রবিবার।

সময়: দুপুর ১টা ৫২ মিনিট।

গুপ্তপ্রেস পঞ্জিকা অনুসারে—

ত্রয়োদশী আরম্ভ—

বাংলা: ৩১ আশ্বিন, শনিবার।

ইংরেজি: ১৮ অক্টোবর, শনিবার।

সময়: দুপুর ১টা ১৯ মিনিট ৩৫ সেকেন্ড।

অমৃতযোগ ভোর ৬টা ২৩ মিনিট ২৫ সেকেন্ডের মধ্যে, পুনরায় সকাল ৭টা ৯ মিনিট ১৯ সেকেন্ড গতে সকাল ৯টা ২৬ মিনিট ৫৮ সেকেন্ডের মধ্যে, পুনরায় সকাল ১১টা ৪৪ মিনিট ৩৮ সেকেন্ড গতে দুপুর ২টো ৪৮ মিনিট ১১ সেকেন্ড মধ্যে, পুনরায় দুপুর ৩টে ৩৪ মিনিট ৪ সেকেন্ড গতে বিকেল ৫টা ৫ মিনিট ৫১ সেকেন্ডের মধ্যে, পুনরায় রাত ১২টা ৩৬ মিনিট ৫২ সেকেন্ড গতে ২টো ১৭ মিনিট ৫ সেকেন্ডের মধ্যে।

ত্রয়োদশী শেষ—

বাংলা ১ কার্ত্তিক, রবিবার।

ইংরেজি: ১৯ অক্টোবর, রবিবার।

সময়: দুপুর ১টা ৫২ মিনিট ৩৯ সেকেন্ড।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement