Tulsi Plant Astrology

শিবের অভিষেকের পর সেই জল তুলসীগাছের গোড়ায় দেন? এর ফল হতে পারে মারাত্মক! চার জিনিস তুলসীর পছন্দ নয়

সৌভাগ্য বৃদ্ধি করার উদ্দেশ্যে আমরা তুলসীগাছে নানা জিনিস অর্পণ করে থাকি। কিন্তু কিছু জিনিস রয়েছে যা ভুলেও তুলসীগাছে দেওয়া যাবে না।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২৫ ১৫:৪৪
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

তুলসীগাছ যেমন স্বাস্থ্যের হাল বদলাতে কাজে লাগে, তেমনই ভাগ্যের অমানিশা কাটাতেও এই গাছের বিশেষ ভূমিকা রয়েছে। হিন্দু ধর্ম অনুসারে, তুলসী হল নারায়ণের প্রতীক। অন্য দিকে, শাস্ত্রমতে মনে করা হয় তুলসী হল স্বয়ং মা লক্ষ্মীর রূপ। সনাতন ধর্মে পুজোর কাজে তুলসী ব্যবহারের উল্লেখ রয়েছে। এই গাছের পাতা ছাড়া পুজো যেন সম্পন্ন হয় না।

Advertisement

তবে পুজোর কাজে যেমন তুলসীর ব্যবহার করা হয়, তেমনই তুলসীগাছকেও পুজো করার রীতি রয়েছে। যে কোনও হিন্দুবাড়িতে তুলসীগাছ রাখার নিদান দেওয়া হয়। তার সঙ্গে বলা হয় সকাল-সন্ধ্যা সেই গাছে জল দিতে ও প্রদীপ জ্বালাতে। তা হলে বাড়িতে পজ়িটিভ শক্তির পরিমাণ বৃদ্ধি পায় ও নেগেটিভ শক্তি দূর হয়। সৌভাগ্য বৃদ্ধি করার উদ্দেশ্যে আমরা তাই তুলসীগাছে নানা জিনিস অর্পণ করে থাকি। কিন্তু কিছু জিনিস রয়েছে যা ভুলেও তুলসীগাছে দেওয়া যাবে না। এতে ভালর বদলে ক্ষতিই হবে। জেনে নিন সেগুলি কী।

তুলসীগাছে কোন জিনিসগুলি নিবেদন করা যাবে না?

Advertisement

১. অনেকে পুজোর কাজে ব্যবহৃত জল তুলসীগাছের গোড়ায় ঢেলে দেন। এতে অসুবিধা নেই। তবে সেই জলে যদি দুধ মেশানো থাকে তা হলে সেটি ভুল করেও তুলসীগাছের গোড়ায় ঢালবেন না। দুধমিশ্রিত জল তুলসীগাছে দেওয়া উচিত নয়। এতে গাছের সঙ্গে সঙ্গে বাস্তুরও ক্ষতি হয়।

২. কোনও প্রকার কালো জিনিস তুলসীগাছে অর্পণ করা মানা। কালো তিল, কাজল, কালো কাপড় প্রভৃতি কালো রঙের সব কিছু তুলসীগাছ থেকে দূরে রাখতে হবে। ভুলেও এই গাছে এই সকল জিনিস দেওয়া যাবে না। এতে বাড়িতে নেগেটিভ শক্তির পরিমাণ বৃদ্ধি পাবে।

৩. আখের রস তুলসীগাছে অর্পণ করা যাবে না। এতে গাছের ক্ষতি হবে। আখের রস দিলে তুলসীগাছ শুকিয়ে যেতে পারে। এর ফলে নিজেদেরই ক্ষতি হবে।

৪. বেলপাতা, ধুতরোফুল, আকন্দফুল প্রভৃতি শিবের পুজোর ব্যবহৃত জিনিসও তুলসীগাছে নিবেদন করা উচিত নয় বলে জানাচ্ছে শাস্ত্র। এমনকি শিবের অভিষেক করা জলও তুলসীগাছের গোড়ায় না দেওয়াই ভাল বলে মনে করা হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement