Laughing Buddha Astrology

কোনওটি হাত তুলে বসে আছে, কারও হাতে রয়েছে পুঁটুলি! বড়িতে কোন ধরনের লাফিং বুদ্ধ রাখা শুভ? খোঁজ দিলেন জ্যোতিষী

ফেং শুইতে এই বুদ্ধমূর্তির প্রভূত বিশেষত্ব রয়েছে। বিশ্বাস করা হয় যে, বাড়িতে লাফিং বুদ্ধের মূর্তি রাখলে সুখ-সমৃদ্ধির অভাব হয় না। নেগেটিভ শক্তির প্রভাব কমে। বদলে পজ়িটিভ শক্তির পরিমাণ বৃদ্ধি পায়।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৫ ১১:২৬
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

গোলগাল চেহারার এক ব্যক্তি একমুখ হাসি নিয়ে বসে রয়েছেন। কখনও হাত উপরে, কখনও আবার নীচে, কোনওটার আবার অন্য ভঙ্গিমায় রাখা। তবে হাত বা বসার ভঙ্গি যাই হোক, তার মুখের হাসি কখনও বিলীন হয় না। সদাহাস্য এই মূর্তিই লাফিং বুদ্ধ নামে পরিচিত। ফেং শুইতে এই বুদ্ধমূর্তির প্রভূত বিশেষত্ব রয়েছে। বিশ্বাস করা হয় যে, বাড়িতে লাফিং বুদ্ধের মূর্তি রাখলে সুখ-সমৃদ্ধির অভাব হয় না। নেগেটিভ শক্তির প্রভাব কমে। বদলে পজ়িটিভ শক্তির পরিমাণ বৃদ্ধি পায়। তবে বাজারে নানা প্রকার লাফিং বুদ্ধের মূর্তি পাওয়া যায়। বাড়িতে কোনটি রাখা শুভ এবং কোন দিকে রাখা উচিত সেটি না জেনে নিলেই বিপদ। তা হলে মনের মতো ফল না-ও পেতে পারেন।

Advertisement

লাফিং বুদ্ধের রকমভেদ ও উপকারিতা:

দু’হাত উপরে তোলা লাফিং বুদ্ধ: কর্মক্ষেত্রে প্রতিনিয়ত নানা সমস্যার মুখোমুখি হতে হলে এবং মনের মতো আয় না হলে দু’হাত তোলা লাফিং বুদ্ধ বাড়িতে বা অফিসে রাখতে পারেন। এতে আয়ভাগ্যের উন্নতি হয়। কর্মসংক্রান্ত জটিলতার হাত থেকেও নিস্তার পাওয়া যায়।

Advertisement

শুয়ে থাকা লাফিং বুদ্ধ: জীবন থেকে যদি খারাপ সময় কিছুতেই না বিদায় নেয়, তা হলে বাড়িতে শুয়ে থাকা লাফিং বুদ্ধ রাখতে পারেন। এটি জীবনে খুশির সময় আনতে সাহায্য করে।

টাকার পুঁটুলি হাতে নেওয়া লাফিং বুদ্ধ: আর্থিক মন্দা পিছু না ছাড়লে টাকার পুঁটুলি হাতে নেওয়া লাফিং বুদ্ধ রাখতে পারেন। এতে অর্থসমস্যা থেকে নিস্তার পাওয়া যায়। ব্যবসার ক্ষেত্রেও লাভ হয়।

বাচ্চাদের সঙ্গে বসে থাকা লাফিং বুদ্ধ: সন্তান সম্পর্কিত কোনও সমস্যা কাটিয়ে ওঠার জন্য বাড়িতে বাচ্চাদের সঙ্গে বসে থাকা লাফিং বুদ্ধ রাখতে পারেন।

ব্যাগ নিয়ে রাখা লাফিং বুদ্ধ: বাড়ির নেগেটিভ প্রভাব কাটাতে এই লাফিং বুদ্ধ রাখা যেতে পারে। এ ছাড়া, ব্যবসার ক্ষেত্রে মুনাফা বৃদ্ধির জন্যও এই লাফিং বুদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়।

ড্রাগনের সঙ্গে বসে থাকা লাফিং বুদ্ধ: বাস্তুকে যে কোনও প্রকার নেগেটিভ শক্তির কবল থেকে বাঁচাতে সাহায্য করে এই লাফিং বুদ্ধ। বাড়ির উপর যদি কেউ কুনজর দেয়, সে ক্ষেত্রেও ড্রাগনের সঙ্গে বসে থাকা লাফিং বুদ্ধ কাজে আসে।

ধ্যানমুদ্রায় বসে থাকা লাফিং বুদ্ধ: মনে সর্বদা অশান্তি কাজ করলে এবং বাড়িতেও অশান্তির পরিবেশ কাটাতে ধ্যানমুদ্রায় বসে থাকা লাফিং বুদ্ধ রাখতে পারেন। এতে শান্তি লাভ করা যায় বলে বিশ্বাস।

নৌকোয় বসে থাকা লাফিং বুদ্ধ: সমাজে নিজের মানসম্মান, প্রতিপত্তি বৃদ্ধি করতে চাইলে নৌকোয় বসে থাকা লাফিং বুদ্ধ বাড়িতে রাখতে পারেন।

কয়েন ও পাখার সঙ্গে থাকা লাফিং বুদ্ধ: বাড়িতে শান্তির অভাব থাকলে কয়েন ও পাখার সঙ্গে থাকা লাফিং বুদ্ধ রাখতে পারেন। এতে পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্কের উন্নতি ঘটে বলে বিশ্বাস করা হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement