2026 General Numerological Prediction

কেউ রাগের ফলে সমস্যায় পড়বেন, কারও জীবনে আসবে সফলতার ঢেউ! জন্মসংখ্যা মিলিয়ে জানুন ২০২৬ কেমন কাটবে

জ্যোতিষশাস্ত্রের গুরুত্বপূর্ণ অংশ সংখ্যাতত্ত্ব মনে করছে ২০২৬ একটি দারুণ বছর হতে চলেছে। নতুন বছরে নানা ভাল জিনিস ঘটতে পারে বলে মনে করা হচ্ছে। জন্মসংখ্যা অনুযায়ী বছরটি কার কেমন যাবে জেনে নিন।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২৫ ০৯:৩৭
Share:
০১ ২১

২০২৫ শেষের পথে। আর দু’মাসও বাকি নেই বছরটি শেষ হতে। মঙ্গলের বছর হওয়ায় চলতি বছর সকলের জীবনেই নানা বদল এসেছে বলে আন্দাজ করা যায়। এই বছর সামাজিক স্তরেও নানা পরিবর্তন পরিলক্ষিত হয়েছে। তবে সব ভুলে আমরা এগিয়ে গিয়েছি। এখন মুখিয়ে রয়েছি ’২৫-এর শেষটা আর নতুন বছর কেমন যাবে সেটি জানার আশায়।

০২ ২১

চলতি বছরের শেষে এসেও দুর্ঘটনার পরিমাণ কমেনি। মঙ্গলের ‘তেজ’ এখনও যে রয়েছে তা বোঝা যাচ্ছে। তবে জ্যোতিষশাস্ত্রের গুরুত্বপূর্ণ অংশ সংখ্যাতত্ত্ব মনে করছে ২০২৬ একটি দারুণ বছর হতে চলেছে।

Advertisement
০৩ ২১

সংখ্যাতত্ত্বের সাহায্যে হিসাব করলে ২০২৬-এর মূলাঙ্ক হচ্ছে ১। ১ নম্বর হল সূর্যের সংখ্যা। এটি নব সূচনা, আত্মবিশ্বাস ও নেতৃত্বের প্রতীক। সেই অনুযায়ী ২০২৬-এ নানা ভাল জিনিস ঘটতে পারে বলে মনে করা হচ্ছে। জন্মসংখ্যা অনুযায়ী বছরটি কার কেমন যাবে জেনে নিন।

০৪ ২১

১: নতুন বছরে ১ জন্মসংখ্যার ব্যক্তিদের জীবনে সফলতার ঢেউ আসবে। সব ক্ষেত্রে জয় আপনারই হবে। তবে অহঙ্কারী হলে সুযোগ হাতছাড়া হতে পারে। কর্মক্ষেত্রে পদোন্নতির সুযোগ পাবেন। আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। ফলত জীবনের পথে আসা সকল বাধা কাটিয়ে এগিয়ে যেতে পারবেন।

০৫ ২১

১ জন্মসংখ্যার ব্যক্তিদের প্রেমজীবনেও নতুন মোড় ঘুরবে। তবে সম্পর্কের মাঝে অহংবোধ কাজ করলে মুশকিল হতে পারে। কথা বুঝেশুনে বলতে হবে, না হলে ঝামেলা বাড়বে। আয়ের ক্ষেত্র স্থিতিশীল থাকবে। খরচ বুঝেশুনে করতে পারলে ভাল সঞ্চয় হবে। স্বাস্থ্যও ভালই থাকবে, যদিও মাঝেমধ্যে ক্লান্তি বোধ করবেন।

০৬ ২১

২: নতুন বছরে ২ জন্মসংখ্যার জাতক-জাতিকাদের সংবেদনশীলতা বৃদ্ধি পাবে। আবেগের জন্য লক্ষ্য স্থির করতে অসুবিধা হতে পারে। বার বার নিজের উদ্দেশ্য থেকে সরে যেতে পারেন। জীবনে স্থিতিশীলতা আনতে বেগ পেতে হবে। তবে প্রেমজীবনে খুব ভাল সময় কাটবে। জীবনসঙ্গী যে কোনও পরিস্থিতিতে আপনার পাশে থাকবেন।

০৭ ২১

মাথা ঠান্ডা রেখে চলতে পারলে পেশাক্ষেত্রে ২ জন্মসংখ্যার ব্যক্তিরা সফলতা লাভ করবেন। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরাও লাভের মুখ দেখতে পাবেন। অবিবাহিতদের বিয়ের যোগ আসতে পারে বলে মনে করা হচ্ছে। আয় স্থিতিশীল থাকবে। টাকাপয়সা নিয়ে খুব একটা সমস্যায় পড়তে হবে না। তবে অপ্রয়োজনীয় ব্যয় যতটা সম্ভব এড়িয়ে চলুন।

০৮ ২১

৩: ৩ জন্মসংখ্যার জাতক-জাতিকাদের জীবনে ২০২৬ অগ্রগতি নিয়ে আসবে। শিক্ষা ও গবেষণার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য বছরটা শুভ হতে চলেছে। নতুন চাকরির সুযোগ পেতে পারেন। আপনার কথায় ও কাজে অন্যেরা অনুপ্রাণিত বোধ করবেন। তবে অহঙ্কারী হলে চলবে না, স্বভাবে নম্রতা বজায় রাখতে হবে।

০৯ ২১

প্রেমের ক্ষেত্রেও শুভ দেখা যাচ্ছে। জীবনসঙ্গীর যে কোনও কথাই খুব মন দিয়ে শুনতে হবে, তাঁকে উপেক্ষা করা যাবে না। নচেৎ সম্পর্কে ঝামেলা আসতে পারে। স্বাস্থ্য বিষয়েও সচেতনতা অবলম্বন করে চলা আবশ্যিক। না হলে ভোগান্তি রয়েছে।

১০ ২১

৪: ২০২৬ ৪ জন্মসংখ্যার জাতক-জাতিকাদের জীবনে নানা পরিবর্তন নিয়ে আসতে চলেছে। সেই পরিবর্তন মিশ্রিত হবে। শুধু ভাল হবে না, তবে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারলে খুব একটা খারাপও হবে না। পেশার জগতে বিরাট পরিবর্তন আসতে পারে বলে মনে করা হচ্ছে। তবে সেটি আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে।

১১ ২১

নানা ঝুঁকি নিতে হতে পারে। ব্যবসার ক্ষেত্রে কঠিন পরিস্থিতির মুখে পড়তে হতে পারে, তবে সে সময় কাটিয়ে উঠবেন। প্রেমের ক্ষেত্রে ভাল-মন্দ মিশিয়ে ফল পাবেন। সঙ্গীর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। তা হলে সম্পর্ক বিচ্ছেদ পর্যন্ত গড়াতে পারে। ৪ জন্মসংখ্যার ব্যক্তিদের ২০২৬-এ যে কোনও ক্ষেত্রে রাগ সামলে চলতে হবে।

১২ ২১

৫: নতুন বছরটি ৫ জন্মসংখ্যার ব্যক্তিদের জন্য রহস্যপূর্ণ হবে। নানা দিক থেকে পরিবর্তন আসবে। তবে সেগুলি ভালই হবে বলে মনে করা হচ্ছে। স্বভাবে নমনীয়তা বজায় রাখতে হবে। অধৈর্য হলে চলবে না। কাজের জায়গায় নতুন সুযোগ পেতে পারেন। তবে সহকর্মীর নিন্দা করলে মুশকিলে পড়বেন। এই সমস্ত আলোচনা এড়িয়ে চলাই শ্রেয়।

১৩ ২১

ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরাও ভাল ফল পাবেন। ব্যবসার পরিধি বাড়বে। প্রেমের ক্ষেত্রে উত্থান-পতন থাকবে। তবে রাগ করে সঙ্গীর সঙ্গে কথা বলা বন্ধ করবেন না। তা হলে পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে। স্বাস্থ্যকর খাওয়াদাওয়া করতে হবে। না হলে পেটের সমস্যায় ভুগতে হতে পারে।

১৪ ২১

৬: যে সকল ব্যক্তির জন্মসংখ্যা ৬, তাঁদের জন্য ২০২৬ সমৃদ্ধি নিয়ে আসবে। যে কোনও ব্যাপারে আপনার দায়িত্ববোধ বৃদ্ধি পাবে। ফলে সফলতাও আপনার সঙ্গ ছাড়বে না। ব্যক্তিগত জীবনও ভাল থাকবে। সামাজিক ক্ষেত্রে সম্মান লাভ করার সম্ভাবনা দেখা যাচ্ছে।

১৫ ২১

প্রেমের ক্ষেত্রে গভীরতা বৃদ্ধি পাবে। সঙ্গী আপনার মনের কথা বুঝবেন। ফলে সম্পর্কে আনন্দ থাকবে। আয় ও ব্যয়, উভয়ই বৃদ্ধি পাবে। তাই বুঝেশুনে খরচ করতে হবে। না হলে মনের মতো সঞ্চয় করে উঠতে পারবেন না।

১৬ ২১

৭: নতুন বছরে ৭ জন্মসংখ্যার ব্যক্তিদের চিন্তাধারার পরিবর্তন ঘটবে। আধ্যাত্মিকতার প্রতি ঝোঁক বৃদ্ধি পাবে। ফলত জীবনের প্রতি আপনার দৃষ্টিরও পরিবর্তন ঘটবে। চাকরির সঙ্গে যুক্ত ব্যক্তিদের সময়টা ভাল কাটবে। তবে ব্যবসার ক্ষেত্রে ধৈর্য ধরে রাখতে হবে। ধীরে ধীরে ফল পাবেন।

১৭ ২১

২০২৬-এ ৭ জন্মসংখ্যার ব্যক্তিরা ভুলেও কোনও ঝুঁকিপূর্ণ বিনিয়োগের দিকে পা বাড়াবেন না। অপ্রত্যাশিত আয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে ভেবেচিন্তে বিনিয়োগের দিকে এগোনোই শ্রেয় হবে। প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি থাকবে। তবে মতপার্থক্য ভুলে গিয়ে সঙ্গীর সঙ্গে কথা বললে প্রেম টিকে যেতে পারে। অতিরিক্ত মিষ্টি খাওয়ায় হ্রাস টানুন।

১৮ ২১

৮: ৮ জন্মসংখ্যার ব্যক্তিদের নতুন বছরটি খুব ভাল কাটতে চলেছে। পরিশ্রমের যোগ্য ফল পাবেন। নিজের যোগ্যতায় কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ পেতে পারেন। পদোন্নতির যোগ দেখা যাচ্ছে। ব্যবসা প্রসারিত হবে। আয়ও বৃদ্ধি পাবে। তবে ধৈর্য হারালে চলবে না। শৃঙ্খলাবদ্ধ জীবন কাটালে ২০২৬-এ আপনারা সর্ব ক্ষেত্রে দারুণ ফল পাবেন।

১৯ ২১

সম্পর্কের ক্ষেত্রে জেদ আনলে চলবে না। স্বভাবে নম্রতা বজায় রাখাই কাম্য। তা হলে সব ঠিক থাকবে। অবিবাহিতরা মনের মতো জীবনসঙ্গীর খোঁজ পেতে পারেন বলে মনে করা হচ্ছে। কাজের চাপে ক্লান্তি বোধ হতে পারে। তবে বড় কোনও শারীরিক সমস্যার আশঙ্কা দেখা যাচ্ছে না।

২০ ২১

৯: ২০২৬-এ ৯ জন্মসংখ্যার ব্যক্তিদের রাগ নিয়ন্ত্রণে রাখতে হবে। না হলে অবস্থার অবনতি ঘটতে পারে বলে মনে করা হচ্ছে। নতুন বছর আপনাদের নানা দিক দিয়ে সুযোগ এনে দেবে। তবে মাথা ঠান্ডা রেখে সেগুলি লুফে নিতে হবে। সাহস বৃদ্ধি পাবে। ফলে যে কোনও কঠিন পরিস্থিতি থেকে নিজেকে বার করে আনার ক্ষমতা বৃদ্ধি পাবে।

২১ ২১

রাগের কারণে মনের মানুষের সঙ্গে ঝামেলার পরিমাণ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে। এ বিষয়ে সতর্ক থাকতে হবে। অবিবাহিতরা মনের মতো সঙ্গীর খোঁজ পেতে পারেন। মাথা ঠান্ডা রাখতে না পারলে জীবনে সমস্যার পরিমাণ বৃদ্ধি পাবে।

সব ছবি: সংগৃহীত ও এআই সহায়তায় প্রণীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement