Shani Dev Blessings

শনিবার ভক্তদের কাজে প্রসন্ন হয়ে বার্তা পাঠান শনিদেব! চার ‘দূতের’ দেখা পেলেই বুঝবেন সুদিন আসছে

শাস্ত্রমতে, শনিবার হল শনির দিন। এ দিন শনি মহারাজের আরাধনায় খুব ভাল ফল লাভ করা যায়। আবার শনিদেব আপনার উপর খুশি হয়েছেন কি না, তার কিছু কিছু ইঙ্গিতও এই দিন তিনি দিয়ে থাকেন।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২৫ ১১:১০
Share:

—প্রতীকী ছবি।

শনিদেব হলেন কর্মফলদাতা দেবতা। অর্থাৎ, আপনি যেমন কাজ করবেন, শনিদেব আপনাকে সেই অনুযায়ী ফল দান করবেন। তবে আপনার কাজে শনিদেব যদি রুষ্ট হন তা হলে সেই ফল মারাত্মক হতে পারে। জীবন হয়ে উঠতে পারে বিভীষিকাময়। জীবনে চলার পথে আসতে পারে অজস্র বাধা-বিপত্তি, কোনও প্রায় হয়ে যাওয়া গুরুত্বপূর্ণ কাজও ভেস্তে যেতে পারে। তবে শনিদেব প্রসন্ন হলে জীবনে সুখের অন্ত থাকে না। শনিদেব আপনার উপর প্রসন্ন হলেন কি না সেই বার্তাও তিনি নিজেই আমাদের কাছে পাঠিয়ে দেন। শাস্ত্রমতে, শনিবার হল শনির দিন। এই দিন শনি মহারাজের আরাধনায় খুব ভাল ফল লাভ করা যায়। আবার শনিদেব আপনার উপর খুশি হয়েছেন কি না, তার কিছু কিছু ইঙ্গিতও এই দিন তিনি দিয়ে থাকেন। জেনে নিন শনিবারে কোন কোন জিনিস চোখে পড়লে বুঝবেন যে গ্রহরাজ আপনার উপর তুষ্ট হয়েছেন।

Advertisement

শনিবার কোন জিনিসগুলি দেখা শুভ?

কালো গরু: শনিবার কোনও কালো গরু দেখতে পেলে নিজেকে ভাগ্যবান মনে করবেন। কালো গরু শনিদেবের অত্যন্ত প্রিয়। এই দিন কালো গরু দেখতে পাওয়াকে সৌভাগ্যের প্রতীক হিসাবে মনে করা হয়।

Advertisement

কালো কুকুর: শনিবার দিন কালো কুকুর দেখতে পাওয়াও অত্যন্ত শুভ। এই দিন যদি কালো কুকুর দেখতে পান তা হলে বুঝবেন শনিদেব আপনার উপর প্রসন্ন হয়েছেন। এরই সঙ্গে এই দিন যদি কালো কুকুরকে রুটি খাওয়াতে পারেন, তা হলে ভাল ফল পাওয়ার সম্ভাবনা আরও বৃদ্ধি পাবে।

কাক: শনিবার কাক দেখতে পাওয়াও ভাল লক্ষণ মনে করা হয়। জ্যোতিষ অনুসারে শনি দেবতার বাহন হল কালো কাক। যদি শনিবারে কাককে জল খেতে দেখেন তা হলে বুঝবেন আপনার ভাগ্য আপনার প্রতি সদয় হতে চলেছে খুব তাড়াতাড়ি। শনির দয়ায় সব কাজেই এ বার আপনি সাফল্য পাবেন।

ভিখারি: শনিবার আপনার বাড়ির দরজায় যদি কেউ ভিক্ষা করতে আসেন, তা হলে তাঁকে খালি হাতে ফেরাবেন না। শনিবারে কোনও ভিখারিকে কিছু দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যিনি অসহায়কে সাহায্য করেন, তাঁর প্রতি তুষ্ট হন শনি মহারাজ। এর ফলে আপনার জীবনের সব সমস্যা কেটে যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement