Saturn Goes Direct In Pisces 2025

নভেম্বরের শেষ শুক্রবার বাঁকা পথ ছেড়ে সোজা পথে চলা শুরু করবে শনি! গ্রহরাজের কৃপায় সুদিন ফিরবে চার রাশির

শনির বাঁকা চাল ত্যাগ করার ফলে বহু রাশিই স্বস্তি পাবেন। তবে সোজা চালে চলার ফলে যে শনির কর্মক্ষমতা হ্রাস পাবে তা নয়। বরং ফলদানের ক্ষমতা আরও বৃদ্ধি পাবে।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২৫ ০৭:২৯
Share:

—প্রতীকী ছবি।

শনি বর্তমানে মীন রাশিতে অবস্থান করছে। পুজোর আগেই শনি গতি পরিবর্তন করে বক্রীগতি প্রাপ্ত হয়েছিল। চলতি মাসের ২৮ তারিখ সে পুনরায় বক্রীগতি ত্যাগ করে আবার মার্গীগতি প্রাপ্ত হবে। শনির বাঁকা চাল ত্যাগ করার ফলে বহু রাশিই স্বস্তি পাবেন। তবে সোজা চালে চলার ফলে যে শনির কর্মক্ষমতা হ্রাস পাবে তা নয়। বরং ফলদানের ক্ষমতা আরও বৃদ্ধি পাবে। চার রাশি এর ফলে নানা দিক থেকে উন্নতি লাভ করতে পারেন বলে মনে করা হচ্ছে। তালিকায় কারা রয়েছেন দেখে নিন।

Advertisement

শনির বক্রগতি ত্যাগের ফলে কারা লাভবান হবেন?

মেষ: শনি মার্গীগতি সম্পন্ন হওয়ার ফলে মেষ রাশির ব্যক্তিদের জীবনে সুদিন শুরু হবে। অতীতের আটকে থাকা সমস্ত কাজ একে একে মিটে যাবে। হঠাৎ অর্থপ্রাপ্তি হওয়ার যোগ দেখা যাচ্ছে। গ্রহরাজের কৃপায় কর্মক্ষেত্রের জটিলতা কেটে যাবে, কাজের পরিমাণ বাড়লেও, চাপ আগের তুলনায় কমবে। তবে আবেগের বশে কোনও সিদ্ধান্ত নিয়ে ফেলবেন না। যে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবেচিন্তে এগোবেন। রাগ বর্জন করতে পারলে সুফলের পরিমাণ বৃদ্ধি পাবে।

Advertisement

মিথুন: মিথুন রাশির ব্যক্তিদের জীবনেও শনির সোজা চাল সুখের দিন নিয়ে আসবে। সম্পর্কক্ষেত্রের জটিলতা কেটে যাবে। বিবাহিতদের দাম্পত্যজীবনে ঝগড়া-অশান্তি মিটে গিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে। পদোন্নতির সুযোগ দেখা যাচ্ছে। এত দিন ধরে মনে মনে যা কিছুর প্রার্থনা করছিলেন, সব একে একে পেয়ে যাবেন। তবে ধৈর্য ধরে রাখতে হবে। না হলে ফল মিলবে না। শনি ধীর গতির গ্রহ, তার ফলদানের ক্ষমতাও ধীর। সেই কারণে ধৈর্য রেখে নিজের কাজ নিজেকে করে যেতে হবে।

ধনু: ধনু রাশির ব্যক্তিদের স্বাস্থ্যের দিকে প্রবল উন্নতি দেখা যাবে। স্বাস্থ্য সংক্রান্ত যে কোনও জটিলতা থেকে মুক্তি পাবেন। তবে খাওয়াদাওয়ার বিষয়ে সচেতনতা অবলম্বন জরুরি। না হলে বিপদে পড়তে পারেন। পরিবারেও সুখের সময় শুরু হবে। সাংসারিক জটিলতার কবল থেকে ধীরে ধীরে রেহাই মিলবে। এই সময় মাথা ঠান্ডা রেখে চলবেন। অযথা মাথা গরম করতে যাবেন না। তা হলে কিন্তু ফলের পরিবর্তন ঘটলেও ঘটতে পারে। শনি কর্মফলদাতা গ্রহ, যেমন কাজ করবেন তেমনই ফল পাবেন।

মীন: বর্তমানে শনি মীন রাশিতেই অবস্থান করছে। এই রাশির ব্যক্তিদের এখন সাড়েসাতি চলছে। শনির বক্রীচালে মীন রাশির কিছু মানুষদের ক্ষেত্রে সাড়েসাতির ফল আরও মারাত্মক রূপে জাঁকিয়ে বসেছিল। কিন্তু শনির বক্রীদশা ত্যাগের ফলে তাঁরা কিছুটা হলেও রেহাই পাবেন। কাজের জায়গায় সকলে আপনাকে সম্মান করবেন। সমাজে প্রতিপত্তি বৃদ্ধি পাবে। মনোবাসনা পূরণ হতে পারে। পছন্দের মানুষকে এই সময় মনের কথা বলতে পারেন। পজ়িটিভ উত্তর পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement