ছবি: (এআই সহায়তায় প্রণীত)।
রাশিচক্রের ১২টি রাশিরই নিজস্ব জাতক গ্রহ রয়েছে। এই জাতক গ্রহ আমাদের নানা ক্ষেত্রে সাহায্য করে। সেই কারণে জন্মছকে উক্ত রাশির জাতক গ্রহের অবস্থানকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। কারণ, কোষ্ঠীতে জাতক গ্রহ যদি ভাল স্থানে থাকে, তা হলে নানা কঠিন পরিস্থিতি সহজেই কাটিয়ে ওঠা যায়। তবে সকলের ক্ষেত্রে এই গ্রহ সমান ফল দান করে না। যদিও রাশিচক্রের চার রাশি এই ব্যাপারে অন্যদের তুলনায় এগিয়ে রয়েছে। জাতক গ্রহের কৃপায় অদৃশ্য দৈবশক্তি সর্বদা এঁদের সঙ্গে থাকেন। যে কোনও বিপদের আশঙ্কা এঁরা আগে থেকে টের পান। তালিকায় কারা রয়েছেন জেনে নিন।
কোন রাশির ব্যক্তিদের অদৃশ্য দৈবশক্তি সর্বদা রক্ষা করে?
কর্কট: চাঁদ হল কর্কট রাশির জাতক গ্রহ। এই কারণে কর্কট রাশির ব্যক্তিরা অন্যদের তুলনায় একটু বেশি আবেগতাড়িত হন। সেই আবেগই যেমন তাঁদের নানা মুশকিলে ফেলে, তেমনই আবার নানা আসন্ন বিপদের ইঙ্গিতও দেয়। দৈবশক্তির কৃপায় এঁদের ষষ্ঠেন্দ্রিয় প্রচণ্ড সজাগ হয়। কার মনে কী চলছে এঁরা সেটা আগে থেকেই বুঝে যান। এর ফলে নিজেদের নানা জটিলতা থেকে বাঁচিয়ে রাখতে পারেন কর্কট রাশির ব্যক্তিরা।
সিংহ: সিংহ রাশির জাতক গ্রহ হল সূর্য। শাস্ত্রমতে, সূর্যকে আমাদের আত্মার সঙ্গে তুলনা করা হয়। তাই মনে করা হয় সিংহ রাশির ব্যক্তিদের অন্তরেই সব কিছু আগে থেকে বুঝে যাওয়ার ক্ষমতা থাকে। অনেক সময় এঁরা স্বপ্নেও কোনও আসন্ন বিপদের সঙ্কেত পেয়ে যান। এই রাশির ব্যক্তিরা কেবল নিজের জন্যই নয়, তাঁদের এই ক্ষমতাকে অপরের ভাল করতেও ব্যবহার করে থাকেন।
কুম্ভ: শনি দ্বারা পরিচালিত রাশি কুম্ভর ষষ্ঠেন্দ্রিয় খুব শক্তিশালী হয়। এঁরা সর্বদা চোখকান খোলা রেখে চলেন। এই রাশির ব্যক্তিদের মানুষকে পড়ার ক্ষমতাও মারাত্মক। এঁরা এক জনের দৈহিক চালচলন পর্যবেক্ষণ করে ও তাঁদের সঙ্গে কথা বলেই বুঝে যান যে তিনি কেমন প্রকৃতির মানুষ। শনিদেবের মতো এঁরাও কর্মফলে বিশ্বাস রাখেন। এঁরা মনে করেন, যিনি যেমন কাজ করবেন, দৈবশক্তির কৃপায় তিনি তেমনই ফল পাবেন।
মীন: দেবগুরু বৃহস্পতি মীন রাশির ব্যক্তিদের জীবনে প্রতি পদে সাহায্য করেন। এই রাশির ব্যক্তিরা আধ্যাত্মিক হন। বাস্তববিমুখ হলেও আশপাশে কী চলছে সে ব্যাপারে সম্পূর্ণ জ্ঞান এঁদের নখদর্পণে থাকে। সেই কারণে এঁদের ক্ষতি করতে বেগ পেতে হয়। মানুষের আসল উদ্দেশ্য কী সেটা এঁরা সহজেই বুঝে যান। দৈবশক্তির আশীর্বাদে বিপদ এঁদের কানের পাশ দিয়ে চলে গেলেও, সচরাচর কান ছুঁতে পারে না।