ছবি: (এআই সহায়তায় প্রণীত)।
ঘুমের মধ্যে আমরা নানা প্রকার স্বপ্ন দেখে থাকি। সে সকল স্বপ্ন দেখার নেপথ্যে কী কারণ রয়েছে বা তার অর্থই বা কী এমন নানা প্রশ্ন আমাদের মনে হামেশাই ঘুরে বেড়ায়। কিন্তু সাধারণ মস্তিষ্কে সেগুলি বোঝার ক্ষমতা আমাদের নেই। তাই কিছু উদ্ভট স্বপ্ন আমার হেসেই উড়িয়ে দিই। তবে শাস্ত্র জানাচ্ছে, সকল স্বপ্নেরই কিছু না কিছু অর্থ রয়েছে। কোনও স্বপ্ন যেমন শুভ ইঙ্গিত বোঝায়, তেমনই বেশ কিছু স্বপ্ন রয়েছে যা অশুভ। এর অর্থ হতে পারে কোনও আসন্ন বিপদের সঙ্কেত।
ঘুমোতে ঘুমোতে হঠাৎ কোনও উঁচু স্থান থেকে হঠাৎই পড়ে যাচ্ছি। এই স্বপ্ন প্রায় সকল মানুষই মাঝেমধ্যে দেখে থাকেন। তৎক্ষণাৎ ঘুমটি ভেঙে যায়। বুক ধড়ফড় করে ওঠে। মনে হয় এই বুঝি পড়ে গেলাম। কিন্তু ঘুম ভাঙার পর দেখা যায় কোথায় কী। সেই তো দিব্য খাটের কোণেই শুয়ে রয়েছি। তা হলে এমনটা কেন হল, সেটা না ভেবেই স্বপ্ন হিসাবে উড়িয়ে দিয়ে আবার ঘুমিয়ে পড়ি। কিন্তু শাস্ত্র জানাচ্ছে এর পিছনে কোনও গভীর কারণ আছে। সেই কারণেই আমরা এই প্রকার স্বপ্ন দেখে থাকি। জেনে নিন সেটি কী।
ঘুমের মধ্যে পড়ে যাওয়ার স্বপ্ন কেন আসে?
গভীর ঘুমের মধ্যে পড়ে যাওয়ার স্বপ্ন দেখার বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে। তবে শাস্ত্রও এই সম্বন্ধে একটি তথ্য জানিয়েছে। খেয়াল করলে দেখা যায় যে মানুষ যখন কোনও বিষয়ে দ্বিধায় ভোগেন বা তাঁর মাথায় কোনও কিছু ঘিরে চাপা উদ্বেগ চলতে থাকে, তখন সাধারণত এই প্রকার স্বপ্ন তাঁরা দেখে থাকেন। জীবনে যখন কোনও পরিবর্তন আসে, সে বদল ভালই হোক বা খারাপ, সে সংক্রান্ত নানা ভাবনা আমাদের মাথায় চলতে থাকে। এ ছাড়া, নানা ক্ষেত্রে আমরা অনেক সময় কোনও সমস্যা নিয়েও অত্যন্ত ঘেঁটে থাকি। সম্পর্কের ঝামেলা, বন্ধুদের সঙ্গে ঝামেলা প্রভৃতি। এ সকল ঝামেলা এমন জায়গায় পৌঁছোয় যে সেই মানুষটি আদৌ আমাদের জীবনে আর থাকবেন কি না সে নিয়ে নানা দ্বন্দ্বে ভুগতে থাকি। সেই দ্বন্দ্বগুলির কারণেই আমরা ঘুমের মধ্যে পড়ে যাওয়ার স্বপ্ন দেখি বলে জানাচ্ছে শাস্ত্র।