Shani Inauspicious Effect

শনির অশুভ ছায়া কখনও পিছু ছাড়ে না, ছয় ‘অশুভ’ কাজ করলে জীবনের সকল সুখ ছিনিয়ে নেন ‘রাগী’ দেবতা

যেমন কাজ করা হবে, শনিদেব তেমনই ফল প্রদান করবেন তাঁকে। কিছু কাজ রয়েছে সেগুলি যাঁরা করেন, তাঁরা জীবনের কোনও না কোনও ক্ষেত্রে গিয়ে শনিদেবের রোষের মুখে পড়েন। এঁদের শনিদেব কখনওই পছন্দ করেন না।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৫ ০৭:৪৬
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

শনিদেব কর্মফলদাতা গ্রহ। তাঁর নাম শুনে শঙ্কিত হলেও, তিনি যে সকলের কেবল ক্ষতিই করেন এই ভাবনা ঠিক নয়। শনিদেব যে ব্যক্তির উপর কৃপা বর্ষাণ, তাঁর মতো সুখী খুব কম মানুষই হন। সমস্ত কাজে সফল হন সেই ব্যক্তি। জীবনে কোনও দুঃখ থাকে না। তবে তাঁর কৃপা লাভ করার জন্য তেমন কাজও করতে হবে। শনিদেব এক বার যদি কারও উপর রুষ্ট হন, তা হলে সেই মানুষের জীবনে দুঃখের অন্ত থাকে না। যেমন কাজ করা হবে, শনিদেব তেমনই ফল প্রদান করবেন। শনির অশুভ প্রভাবে যেমন শারীরিক ও মানসিক সমস্যার মধ্যে পড়েন জাতক, তেমনই আর্থিক সঙ্কটে ভুগতে হয় তাঁকে। কিছু কাজ রয়েছে সেগুলি যাঁরা করেন, তাঁরা জীবনের কোনও না কোনও ক্ষেত্রে গিয়ে শনিদেবের রোষের মুখে পড়েন। এঁদের শনিদেব কখনওই পছন্দ করেন না।

Advertisement

কোন কাজগুলি করলে শনিদেব রুষ্ট হন?

  • অসহায় পশুপাখিকে কষ্ট দিলে শনিদেব রেগে যান। এই কাজ তিনি মোটেই পছন্দ করেন না। যাঁরা এ সকল কাজ করেন, শনিদেব তাঁদেরও সহ্য করতে পারেন না। বিশেষ করে কালো কুকুরকে কষ্ট দিলে শনিদেব খুবই রেগে যান। কারণ কালো কুকুর তাঁর অত্যন্ত প্রিয়।
Advertisement
  • নোংরা জায়গাও শনিদেবের পছন্দ নয়। তাই যাঁরা নিজের ঘরবাড়ি নোংরা রেখে দেন, তাঁরা কখনও শনিদেবের কৃপা লাভ করেন না। শনির রোষে এঁরা যে কোনও কাজে ব্যর্থ হন। অর্থকষ্টও পিছু ছাড়তে চায় না।
  • অন্যের জিনিস চুরি করলে বা কারও সঙ্গে প্রতারণা করলেও শনির রোষের মুখে পড়তে হয়। এর ফল মারাত্মক হতে পারে।
  • বাড়ির বয়স্কদের সঙ্গে খারাপ ব্যবহার করলে বা মা-বাবাকে অপমান করলেও শনিদেব রেগে যান। জীবন থেকে সব সুখ ছিনিয়ে নেন তিনি। রাজার আসন থেকে সোজা পথে নামিয়ে আনেন।
  • অশ্বত্থ গাছ শনিদেবের অত্যন্ত প্রিয়। সেই গাছকে কোনও কারণ ছাড়া ব্যথা দিলে বা কেটে দিলে রেগে যান শনিদেব। যে ব্যক্তি এই কাজ করেন, তাঁকে চরম সর্বনাশের মুখে পড়তে হয়।
  • অমাবস্যা তিথি ও শনিবারে নেশা করা বা মাংস খাওয়াও পছন্দ করেন না শনিদেব। এই কাজ করলেও জীবনে কষ্টের অন্ত থাকে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement