Complicated Zodiac Signs

ক্ষণে ক্ষণে ইচ্ছা বদলায়, কখন কী চায় বুঝতে পারা দায়! চার রাশির মন পড়তে হিমশিম খান কাছের মানুষ

এক জন মানুষ কেমন প্রকৃতির সেটা তাঁর রাশি থেকে কিছুটা হলেও বলে দেওয়া যায়। জ্যোতিষশাস্ত্র জানাচ্ছে, রাশিচক্রের চার রাশি রয়েছে যাদের মনে কী চলছে সেটা কখনও বোঝা যায় না।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৫ ১৮:০৯
Share:

—প্রতীকী ছবি।

আমাদের আশপাশে নানা প্রকৃতির মানুষ রয়েছেন। হাতের পাঁচটা আঙুল যেমন সমান হয় না, তেমনই পাঁচ জন মানুষের প্রত্যেকের মধ্যেও কিছু না কিছু পার্থক্য থাকে। শাস্ত্র জানাচ্ছে, এই পরিবর্তনের অনেকটাই আসে রাশিগত পার্থক্য থেকে। এক জন মানুষ কেমন প্রকৃতির সেটা তাঁর রাশি থেকে কিছুটা হলেও বলে দেওয়া যায়। জ্যোতিষশাস্ত্র জানাচ্ছে, রাশিচক্রের চার রাশি রয়েছে যাদের মনে কী চলছে সেটা কখনও বোঝা যায় না। এরা যে কখন কী ভাবেন, কখন কী করেন সেটা বোঝার সাধ্যি প্রায় কারও নেই। তালিকায় কারা রয়েছে দেখে নিন।

Advertisement

কোন চার রাশির মনে কী চলছে বুঝতে পারা যায় না?

মিথুন: বুধের রাশি মিথুন কখনও একটি বিষয়ে স্থির থাকতে পারেন না। এঁদের ভাবনা ক্ষণিকে ক্ষণিকে বদলাতে থাকে। আজ যেটা এঁদের ভাল লাগে, কাল গিয়ে সেটাই এই রাশির ব্যক্তিদের কাছে খারাপ হয়ে যায়। তাই এঁরা যে কখন কী চায় সেটা আশপাশের মানুষদের পক্ষে বোঝা কঠিন হয়ে যায়।

Advertisement

বৃশ্চিক: বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদেরও বুঝতে বেগ পেতে হয়। সংবেদনশীল এই রাশির ব্যক্তিরা একটু চাপা স্বভাবের হন। ফলত এঁদের মনে কী চলছে সেটা এঁরা সচরাচর প্রকাশ করেন না। সেই কারণে আশপাশের মানুষেরা বুঝে উঠতে পারেন না। কখনও এঁরা খুব ভাল ব্যবহার করেন, কথা বলেন, কখনও আবার গম্ভীর হয়ে যান, কথায় কথায় বিরক্তি দেখান।

মকর: শনির রাশি মকরের জাতক-জাতিকাদেরও সচরাচর মন বোঝা যায় না। এঁরা অপরের থেকে নিজেদের দূরে রাখতেই পছন্দ করেন। মকর রাশির ব্যক্তিরা নিয়মমাফিক জীবন কাটাতে ভালবাসেন। এঁরা কারও সঙ্গে বিশেষ কথা বলা বা মেশা পছন্দ করেন না। নিজের মর্জিমাফিক চলেন। নিজের যখন মন চায়, তখনই অপরের সঙ্গে মেশেন। সেই কারণে মকর রাশির ব্যক্তিদের মনের খবর আশপাশের ব্যক্তিরা বুঝতে পারেন না।

কুম্ভ: ছকভাঙা কাজ করতে ভালবাসেন কুম্ভ রাশির জাতক-জাতিকারা। এঁরা স্বাধীনচেতা প্রকৃতির হন। নিজের যেটা মনে হয় সেটাই করেন, অপরের কথা শোনেন না। তবে কখন কী করবেন বা কখন কী ইচ্ছা এঁদের মনে জেগে ওঠে সেটা বলা যায় না। কুম্ভ রাশির জাতক-জাতিকারা নিজের খেয়ালখুশি মতো চলতে পছন্দ করেন। লোকে কী ভাবছে তাতে এঁদের কিছু যায়-আসে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement