—প্রতীকী ছবি।
জ্যোতিষশাস্ত্র মতে, সাধারণ নয়টি গ্রহের মধ্যে সর্বাধিক ধীরগতি সম্পন্ন গ্রহ হল শনি। জ্যোতিষশাস্ত্রে গ্রহদের দু’টি ভাগে ভাগ করা হয় ধীরগতি এবং দ্রুতগতি সম্পন্ন গ্রহ। ধীরগতি সম্পন্ন গ্রহেরা বেশি সময় এক রাশিতে অবস্থান করার কারণে শুভ বা অশুভ, উভয় ফলদানের ক্ষমতাই তাদের বেশি থাকে। জ্যোতিষশাস্ত্র মতে, শনি হল কর্মফলদাতা গ্রহ। শনি হল কর্মের কারক এবং ন্যায়বিচারক গ্রহ। ন্যায়বিচারক বলতে বোঝায়, আপনার করা কাজ অনুযায়ী আপনি শনি গ্রহের প্রভাবে শুভ বা অশুভ ফল লাভ করবেন। কর্মের কারক হওয়ার কারণে সমস্ত প্রকার কর্মের উপর প্রভাব দান করে শনি।
গত ২৯ মার্চ ২০২৫, শনি কুম্ভ রাশি থেকে মীন রাশিতে গমন করেছে। আগামী ২২ ফেব্রুয়ারি ২০২৮ পর্যন্ত শনি মীন রাশিতে অবস্থান করবে।
শনির রাশি পরিবর্তনের ফলে কী হতে পারে?
জ্যোতিষশাস্ত্র মতে, শনি গ্রহের সপ্তম দৃষ্টি ছাড়াও তৃতীয় এবং দশম দৃষ্টি দানের বিশেষ ক্ষমতা আছে। বিশেষ দৃষ্টির কারণে মীন রাশি ছাড়াও বৃষ, কন্যা এবং ধনু রাশি শনির রাশি পরিবর্তনের কারণে বিশেষ ভাবে প্রভাবিত হবে। সিংহ, মিথুন, ধনু ও মীন রাশির কর্মক্ষেত্রে শনির বিশেষ প্রভাব পড়বে।
শনির রাশি পরিবর্তনের সঙ্গে সঙ্গে মেষ রাশির সাড়েসাতি শুরু হবে। মীন রাশির সাড়েসাতির প্রথম পর্যায় শেষ হয়ে দ্বিতীয় পর্যায় শুরু হবে এবং মকর রাশির সাড়েসাতি শেষ হবে।
শনির রাশি পরিবর্তনে সকলের অশুভ হবে তা নয়, কিছু মানুষ নিশ্চয়ই শুভ ফল পাবেন। কিন্তু শুভ বা অশুভ, কে কী ফল পাবেন তা নির্দিষ্ট ব্যক্তির জন্মছক বিশ্লেষণ না করে সঠিক ভাবে বলা কঠিন।
যাঁরা অশুভ ফল পাবেন বা পেতে শুরু করেছেন, তাঁরা তো অবশ্যই এবং যাঁরা শুভ ফল পাচ্ছেন তাঁরাও জীবনধারায় কিছু পরিবর্তন আনলে এবং কিছু কাজ করলে অবশ্যই ভাল ফল পাবেন। জীবনের অশুভ দিক কেটে গিয়ে শুভ সময় শুরু হবে।
কী কী করতে হবে?
১. সহজ-সরল জীবন যাপন করুন। যথাসম্ভব অহেতুক, অপ্রয়োজনীয় বিলাসিতা হ্রাস বা বর্জন করুন। বাড়ির বা আত্মীয় বয়োজ্যেষ্ঠদের খুশি করার চেষ্টা করুন। চেনা বা অচেনা বৃদ্ধদের (পুরুষ) যে কোনও ভাবে সাহায্য বা খুশি করার চেষ্টা করুন।
২. বয়স্ক ভিক্ষুকদের সাধ্যমতো অর্থ বা খাদ্য দান করুন। পরিবেশ পরিচ্ছন্ন রাখার দায়িত্বে থাকা কর্মীদের (যারা ময়লা ফেলেন বা ড্রেন, আবর্জনা পরিষ্কার করেন) সাধ্যমতো অর্থ, খাদ্য দান করুন বা উপহার দিন।
৩. প্রতি সপ্তাহের শনিবার বাড়ির বাথরুম পরিষ্কার করুন। অন্যান্য দিনেও বাথরুম যথাসম্ভব পরিষ্কার রাখার চেষ্টা করুন।
৪. বাড়িতে অব্যবহৃত ছেঁড়া জুতো জমা করে রাখবেন না, যত তাড়াতাড়ি সম্ভব তাদের বিদায় করুন।
৫. অচল বৈদ্যুতিন যন্ত্র, যেমন ভাঙা রেডিয়ো, টেপ, টিভি, ঘড়ি বাড়িতে পড়ে থাকলে তাদের পুনরায় ঠিক করুন, নচেৎ ফেলে দিন।
৬. ঘড়ি বন্ধ থাকলে অবহেলা না করে যত শীঘ্র সম্ভব তা চালু করুন অথবা ফেলুন।
৭. শনিদেবের নামে অহেতুক আতঙ্কিত হবেন না। শনিদেব কাউকে প্রাণে মারেন না, উপযুক্ত কঠিন পরিস্থিতিতে ফেলে সঠিক মানুষের মতো মানুষ গড়ে তোলেন।