জেনে নিন আপনার প্রকৃতি অনুযায়ী কোন ব্যবসা উপযোগী

ব্যবসা করতে হলে নিজের প্রকৃতি অনুযায়ী ব্যবসা করা উচিত। এক এক প্রকৃতিতে এক এক রকম ব্যবসা হয়।

Advertisement

অসীম সরকার

শেষ আপডেট: ২১ জুলাই ২০১৮ ০০:০৫
Share:

জ্যোতিষ শাস্ত্র অনুসারে দশম ভাব সকল কর্মের আধার। তা সে চাকরিই হোক বা ব্যবসা। যাদের ষষ্ঠ ভাব বলবান, তারা চাকরি করে, আর যাদের সপ্তম ভাব শক্তিশালী তারা স্বাধীন ব্যবসা পচ্ছন্দ করে। আর দশম ভাব সবল হলে জাতক উচ্চসম্মান, মযার্দাপূর্ণ বা স্বাধীন ভাবে উপার্জন করে।

Advertisement

ব্যবসা করতে হলে নিজের প্রকৃতি অনুযায়ী ব্যবসা করা উচিত। এক এক প্রকৃতিতে এক এক রকম ব্যবসা হয়। এক মাত্র জ্যোতিষ শাস্ত্র বলে দিতে পারে কোন প্রকৃতিতে কোন ব্যবসা করা উচিত হবে। নীচে লগ্ন বা রাশি বা রবির সপ্তম ভাব অনুযায়ী কার কী ধরনের ব্যবসা হবে সংক্ষিপ্ত আকারে তা লিপিবদ্ধ করা হল।

(১) মেষ রাশি সপ্তম ভাব হলে কামারের ব্যবসা, কৃষিদ্রব্যের ব্যবসা, গাড়ীর চাকার ব্যবসা, ধূপ, ধূনা, রুদ্রাক্ষের ব্যবসা।

Advertisement

(২) বৃষ রাশি সপ্তম ভাব হলে বোঝায় জীবজন্তুর কেনাবেচা করা, গান গেয়ে আয় করা, বাদ্যযন্ত্র কেনা বেচা, সুগন্ধী দ্রব্যের ব্যবসা, গাড়ি ভাড়া দেওয়া, ধান বা শস্য কেনা-বেচা বা গুদামজাত করা।

(৩) মিথুন রাশি সপ্তম ভাব হলে বই বা খবরের কাগজের দোকান, পান বা লেমনেডের দোকান, শাঁখা বা মুক্তার ব্যবসা বা মেয়েদের গয়না, মণিহারি ব্যবসা ইত্যাদি।

(৪) ককর্ট রাশি সপ্তম ভাব হলে কাপড়ের ব্যবসা, তাঁত বসানো, সমস্ত রকম তরল পদার্থের ব্যবসা, মিষ্টি বা কনফেকশনারি, পার্লারের ব্যবসা।

(৫) সিংহ রাশি সপ্তম ভাব হলে কাঠ বা ফার্নিচারের দোকান, সোনা বা রত্নের ব্যবসা, দুধ, ঘিয়ের ব্যবসা, দলিল লেখক বা মুহুরির কাজ, কৃষিকার্য ও আড়ৎদারি ব্যবসা।

(৬) কন্যা রাশি সপ্তম ভাব হলে মণিকার বা হীরে বা রত্নের ব্যবসা, মণিহারি দোকান, সুগন্ধী দ্রব্যের দোকান, ঔষধের বা রসায়ন দ্রব্যের ব্যবসা।

(৭) তুলা রাশি সপ্তম ভাব হলে শিক্ষকতা, গুরুগিরি, দোকানঘর ভাড়া দেওয়া, মদের দোকান, ঘটকালি করা, নৃত্যগীত বা বাদক, কনে সাজানো, বাস্তুবিদ্যা, নানা রকম ফল, ফুলের বৃক্ষ বা চারা বিক্রি।

(৮) বৃশ্চিক রাশি সপ্তম ভাব হলে রাজসেবা, চৌর্য্য বৃত্তি, গোয়েন্দাগিরি, চিকিতসা, ধান-গমের ব্যবসা, কামারের ব্যবসা।

(৯) ধনু রাশি সপ্তম ভাব হলে মুদিখানা দোকান, ইমারতি ব্যবসা।

(১০) মকর রাশি সপ্তম ভাব হলে উদ্যান ব্যবসা, আলকাতরা বা তেল বিক্রেতা, পেট্রোল পাম্পের মালিক।

(১১) কুম্ভ রাশি সপ্তম ভাব হলে ইলেকট্রিক্যাল দ্রব্যের ব্যবসা, বন্দুকের দোকান, খনিজ দ্রব্যের ব্যবসা।

(১২) মীন রাশি সপ্তম ভাব পুজো-অর্চনা করে বেড়ানো, তরল পদার্থের ব্যবসা, পতিতা বৃত্তি।

এ বার গ্রহগত দিক থেকে অর্থাৎ সপ্তম ভাবে কোন গ্রহ ব্যবসার উপযোগী তার সূত্রটাও মনে রাখতে হবে—

(১) সপ্তমে রবি থাকলে প্রতিষ্ঠিত ব্যবসায়ী হয়ে ওঠে।

(২) সপ্তমে চন্দ্র থাকলে ব্যবসায়ে স্থিতি থাকে না, ঘন ঘন ব্যবসার স্থান বদল হয়।

(৩) সপ্তমে মঙ্গল থাকলে হঠকারী প্রকৃতি নির্দেশ করে। সব ধরনের ব্যবসাই হয়, কিন্তু হঠকারী বা একগুঁয়ে ব্যবহার করে ক্রেতার সঙ্গে খারাপ ব্যবহার করে ব্যবসা লাটে তোলে।

(৪) সপ্তমে বুধ থাকলে জাতক সেই ব্যবসাই করে যাতে তাড়াতাড়ি লাভ হয়।

(৫) সপ্তমে বৃহস্পতি থাকলে জাতক যে কোনও ব্যবসা বাড়িয়ে তোলে, পড়ে প্রতিষ্ঠীত ব্যবসায়ী হয়ে ওঠে।

(৬) সপ্তমে শুক্র থাকলে জাতক বড় ব্যবসাদার হয়ে ওঠে।

(৭) সপ্তমে শনি ব্যবসার পক্ষে মারাত্মক ক্ষতি করে। এমনকি চতুর্থে বসে শনি সপ্তম ভাবে ৯০ ডিগ্রী স্কোয়ার দেখে, ফলে ব্যবসার ক্ষতি হয়।

(৮) সপ্তম ভাবে গ্রহ যদি দ্বিতীয়, দশম বা একাশ নক্ষত্রে থাকে, তবে ব্যবসায় নিশ্চয় সফল হয়। আর যদি অষ্টম বা দ্বাদশ পতির নক্ষত্রে থাকে তবে ব্যবসায় ক্ষতি হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন