সমস্যায় ভুগছেন? এই মন্ত্রগুলিই হতে পারে সমাধান

গ্রহরা চলে সপ্তর্ষিমণ্ডলের নির্দেশে। সপ্তর্ষিমণ্ডলের ওপরে আছে বিভিন্ন আধ্যাত্মিক শক্তি। এই সমস্ত সুপার ন্যাচারাল পাওয়ারদের বশে আনা যায় মন্ত্রশক্তির দ্বারা।

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০১৮ ০০:০০
Share:

গ্রহরা চলে সপ্তর্ষিমণ্ডলের নির্দেশে। সপ্তর্ষিমণ্ডলের ওপরে আছে বিভিন্ন আধ্যাত্মিক শক্তি। এই সমস্ত সুপার ন্যাচারাল পাওয়ারদের বশে আনা যায় মন্ত্রশক্তির দ্বারা। সঠিক মন্ত্রশক্তির দ্বারা যে কোনও সমস্যা সম্পূর্ণ না হলেও বেশির ভাগটাই দূর করা যায়। বাকিটা সঠিক মনোভাব, কর্মযোগ এবং ইচ্ছাশক্তির দ্বারা দূরিভূত হয়। তবে দরকার সঠিক বিচার, সঠিক মন্ত্রশক্তির প্রয়োগ। নিজেরও কিছু মন্ত্র জানা দরকার। তবে কোন মন্ত্র জপ করবেন এবং কোন সময়ে, সে সম্বন্ধে সম্যক ধারণা থাকা বাঞ্ছনীয়।

Advertisement

এ ক্ষেত্রে দশা-অন্তর্দশার জ্ঞান থাকা অত্যন্ত দরকার। দশা–অন্তর্দশায় মার্কেশ চলছে কি না দেখা দরকার। যদি মার্কেশ চলে তা হলে, নির্দিষ্ট পরিমাণ সংকল্প করিয়ে অভিজ্ঞ ব্রাহ্মণ দ্বারা দরকার সবার আগে ‘মহামৃত্যুঞ্জয়’ জপ করা উচিত। দ্বিতীয়ত, যে গ্রহদের দশা-অন্তর্দশা চলছে, তাদের নির্দিষ্ট পরিমাণ জপ করা। তার সঙ্গে নিজেও যদি জপ করেন রোজ অল্প কিছু সংখ্যায়, তা হলে খুব ভাল হয়।

এখন দেখে নেওয়া যাক বিভিন্ন গ্রহের জপ সংখ্যা ও মন্ত্র-

Advertisement

সূর্য- জপ সংখ্যা ষাট হাজার বার।

মন্ত্র- ওঁ হ্রীং হ্রীং সূর্যায় নমঃ।

চন্দ্র- জপ সংখ্যা ষাট হাজার বার।

মন্ত্র- ওঁ ঐং ক্লীং সোমায় নমঃ।

আরও পড়ুন: ফাঁড়া বা দুর্ঘটনা কাটানোর সহজ কিছু উপায়

মঙ্গল- জপ সংখ্যা সত্তর হাজার বার।

মন্ত্র- ওঁ হুং মং মঙ্গলায় নমঃ।

বুধ- জপ সংখ্যা সত্তর হাজার বার।

মন্ত্র- ওঁ ঐং হ্রীং স্ত্রীং শ্রীং বুধায় নমঃ।

বৃহস্পতি- জপ সংখ্যা চল্লিশ হাজার বার।

মন্ত্র- ওঁ ক্লীং বৃহস্পতয়ে নমঃ।

শুক্র- জপ সংখ্যা চল্লিশ হাজার বর।

মন্ত্র- ওঁ হ্রীং শ্রীং শুক্রায় নমঃ।

শনি- জপ সংখ্যা এক লক্ষ দু’হাজার বার।

মন্ত্র- ওং ঐং হ্রীং শ্রীং শনৈশ্চরায় নমঃ।

রাহু- জপ সংখ্যা চল্লিশ হাজার বার।

মন্ত্র- ওঁ রাং রাহোবে নমঃ।

কেতু- জপ সংখ্যা চল্লিশ হাজার বার।

মন্ত্র- ওঁ হ্রীং ঐং কেতবে নমঃ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন