হাতের রং বিচার করে মানুষ চিনুন (প্রথম পর্ব)

দেহের রং আর হাতের রং সব সময় এক হয় না। হাতের রং সাধারণত কালো, গোলাপি, নীলাভ, লাল, ফ্যাকাশে বা সাদা এবং হলুদ।

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০১৯ ০০:০২
Share:

দেহের রং আর হাতের রং সব সময় এক হয় না। হাতের রং সাধারণত কালো, গোলাপি, নীলাভ, লাল, ফ্যাকাশে বা সাদা এবং হলুদ। হাতের এই কয়টি বিভিন্ন হাতের রং থেকে, অনেক কিছু বিষয়ে প্রাথমিক জ্ঞান লাভ করা যায়। এখন দেখে নেওয়া যাক করতল যদি কালো হয়, তবে আপনার চারিত্রিক গুণাবলী কেমন হবে—

Advertisement

যাদের হাতের রঙ কালো, তারা হয় খুব বেশি জেদী, শঠ, রাগী, প্যাঁচালো মনোভাবাপন্ন। এটা হল জন্মগত প্রকৃতি। তারপর নানা ভাবে তাদের মধ্যে পরিবর্তন আসা সম্ভব। এরা হত্যা, খুন, জখম, ডাকাতি, ব্যভিচার প্রভৃতি নানা অন্যায় কাজ করতে পারে।

তবে যদি গ্রহ ও রেখাদির কার্যফলে এরা সুপথে চালিত হয়, তা হলে এরা আবার সৎ, সাধু প্রকৃতির হলেও নিজেদের জেদ ও প্রচণ্ড কর্মক্ষমতায় অনেক অসাধ্য সাধন করতে পারে। এরা সৎপথে থেকে প্রচণ্ড পরিশ্রম করে এবং তার ফলে উন্নতি করে। এদের পেটের রোগ, চর্মরোগ, চোখের রোগ, কোমরে ব্যথা প্রভৃতি হতে দেখা যায়। অনেক সময় এরা গভীর বিবেচনা না করে হঠাৎ কাজকর্ম করে বসে।

Advertisement

আরও পড়ুন: গৃহসুখ কী ভাবে সম্ভব

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement