মীন রাশির শিশুদের স্বভাবগত বৈশিষ্ট্য

মীন রাশির শিশুদের মধ্যে একটি লক্ষণ দেখা যায় যে, তারা আকাশ কুসুম স্বপ্ন দেখে। ভাবুক স্বভাবটা খুব বেশি আছে বলা যাবে না তবে দিবা স্বপ্ন দেখতে ভীষণ ভাবে ভালবাসে মীন রাশির জাতক-জাতিকারা।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০১৯ ০০:০০
Share:

মীন রাশির শিশুদের মধ্যে একটি লক্ষণ দেখা যায় যে, তারা আকাশ কুসুম স্বপ্ন দেখে। ভাবুক স্বভাবটা খুব বেশি আছে বলা যাবে না তবে দিবা স্বপ্ন দেখতে ভীষণ ভাবে ভালবাসে মীন রাশির জাতক-জাতিকারা। আর এই আকাশ কুসুম স্বপ্ন যখন বাস্তবায়িত হয় না, তখন একটু মনোক্ষুণ্ণ হয়। তাই মীন রাশির শিশুদের ভাবনার কদর করা খুব প্রয়োজন।

Advertisement

এরা খুব বুদ্ধিমান এবং মেধাবী হয়। যে কোনও বিষয় খুব শীঘ্র আয়ত্ত করে ফেলতে পারে। এই রাশির শিশুরা যা পছন্দ করে, সেটাই তাদের করতে দেওয়া উচিত কারণ মনের মতো কাজ পেলে এরা এগিয়ে যেতে সক্ষম হয়। নাচের দিকে এদের ঝোঁক খুব বেশি থাকে এবং ঠিক মতো চেষ্টা করলে এই বিষয়ে অনেক দূর পর্যন্ত এগতে পারে।

এরা আদর্শবাদী হয় এতে কোনও ভুল নেই। কিন্তু যে কোনও বিষয় খুব তাড়াতাড়ি মনে ধরে নেয় ও মনোকষ্টে ভোগে। এই অভ্যাস মীন রাশির ছোটবেলা থেকে বড় পর্যন্ত থেকে যায়।

Advertisement

মীন রাশির শিশুদের খুব চোখে চোখে রাখতে হয় কারণ এরা অন্যদের কথা খুব সহজে বিশ্বাস করে এবং তারা যা বলে তাই করে ফেলে। বিপদের কথা মোটেই ভাবে না।

আরও পড়ুন: কুম্ভ রাশির শিশুদের স্বভাবগত বৈশিষ্ট্য

এই রাশির শিশুরা সাধারণত খুব চঞ্চল স্বভাবের হয় না। এরা শিশু বয়স থেকেই একা থাকতে খুব পছন্দ করে। খুব বেশি হৈ হুল্লোড় করতে ভালবাসে না।

গুরুজনদের প্রতি এদের ভক্তি শ্রদ্ধা থাকে প্রবল। তাদের প্রতি অনুভুতি এত বেশি থাকে যে তাদের কষ্টে এরা খুব ভেঙে পড়ে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement