ধনু রাশির শিশুদের স্বভাবগত বৈশিষ্ট্য

প্রথমেই বলবো ধনু রাশির শিশুরা খুবই মিশুকে স্বভাবের হয় এবং এরা সবসময় হুল্লোড় খুব পছন্দ করে। ঘরের মধ্যে থাকাটা এই রাশির শিশুরা একদম পছন্দ করে না, বরং বাইরে খেলাধূলা করতে এরা খুব ভালবাসে। এরা সব পরিবেশেই নিজেকে মানিয়ে চলতে পারে।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০১৯ ০০:০০
Share:

প্রথমেই বলবো ধনু রাশির শিশুরা খুবই মিশুকে স্বভাবের হয় এবং এরা সবসময় হুল্লোড় খুব পছন্দ করে। ঘরের মধ্যে থাকাটা এই রাশির শিশুরা একদম পছন্দ করে না, বরং বাইরে খেলাধূলা করতে এরা খুব ভালবাসে। এরা সব পরিবেশেই নিজেকে মানিয়ে চলতে পারে।

Advertisement

লেখাপড়ায় সাধারণত ভালই হয়। নতুন নতুন কোনও কিছু আবিষ্কারের দিকে এদের ছোটবেলা থেকেই খুব ঝোঁক দেখা যায়। বন্ধুর সংখ্যা খুব একটা কম হয় না।

ধনু রাশির জাতক-জাতিকারা সকলের প্রতি খুব সংবেদনশীল হয়। অন্যকে যে কোনও বিপদে সাহায্য করতে পিছপা হয় না। কোনও বিষয়ে বায়না অনেকক্ষণ পর্যন্ত করে না। যে কোনও বায়না খুব তাড়াতাড়ি ভুলে যায়। এরা একদমই জেদ ধরে রাখতে পারে না।

Advertisement

ধনু রাশির শিশুরা সব সময় আত্মীয় পরিজনদের নিয়ে চলতে ভালবাসে। একাকিত্ব এরা একেবারেই ভালবাসে না। আর এরাও যে পরিবেশেই যাক না কেন সেখানকার সকলেরই খুব প্রিয় হয়ে ওঠে।

আরও পড়ুন: বৃশ্চিক রাশির শিশুদের স্বভাবগত বৈশিষ্ট্য

এই রাশির শিশুরা অজানা কোনও কিছুকে জানতে ভীষণ আগ্রহ প্রকাশ করে। যে কোনও অজানা বিষয় জানার আগ্রহ ছোটবেলায় যেমন আগ্রহ দেখায়, বড় হয়েও এই অভ্যাস তারা ছাড়তে পারে না। তাই বড় হয়ে গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত হওয়ার সম্ভাবনা থাকে।

এই রাশির শিশুরা যা কিছুই করুক না কেন সেটা খুব মনোযোগ সহকারে করে। আর এরা খুব মজা করতে ভালবাসে। তাই সকলেই এদের সান্নিধ্য পছন্দ করে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন