রাশি অনুযায়ী রত্নের পরিবর্তে রঙের ব্যবহার করে ভাগ্য জয়

আমাদের দেশে সবার পক্ষে যন্ত্র-মন্ত্র-রত্ন দ্বারা প্রতিকার সম্ভব হয় না। রত্নের পরিবর্তে আপনি দুঃসময়কে সুসময়ে পরিণত করতে পারেন কালার থেরাপির দ্বারা।

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ২০ মার্চ ২০১৯ ০০:০০
Share:

আমাদের দেশে সবার পক্ষে যন্ত্র-মন্ত্র-রত্ন দ্বারা প্রতিকার সম্ভব হয় না। রত্নের পরিবর্তে আপনি দুঃসময়কে সুসময়ে পরিণত করতে পারেন কালার থেরাপির দ্বারা। কারণ আমরা বিরুদ্ধ গ্রহের প্রতিকারের জন্য যে রত্ন ধারণ করি তার কালার বা রং শরীরে প্রবাহিত হয়। তাতে যা কাজ হয় তার প্রায় সমান কার্যকর এই কালার থেরাপি।

Advertisement

আমরা যে সব পোশাক পরি, তা যদি নিজের রাশি, গ্রহের দশা-অন্তর্দশা বিচার করে এবং কূপিত গ্রহের প্রতিরোধক হিসাবে রং দেখে পরি, তা হলে অবশ্যই সুফল মিলবে।

এখন দেখে নেওয়া যাক কোন রাশির কী ধরনের রং ব্যবহারে সুফল বা সৌভাগ্য লাভ হবে:

Advertisement

মেষ: রুপোলি, নীলাভ, মাস্টার্ড কালার, সবুজ, জংলা, কালো, মেরুন প্রভৃতি রঙের আসবাবপত্র ঘরে রাখলে ও পোশাক পরিধান করলে উপকার পাবেন।

বৃষ: নীল, কালো, হলুদ, লাল, সবুজ আপনার সব রকমের বাধা দূর করে সুসময় নিয়ে আসবে। অতএব এই রঙের পোশাক ও আসবাবপত্র ব্যবহার করলে উপকার হবে।

আরও পড়ুন: আত্মবিশ্বাস বা আত্মমর্যাদার অভাব? মণিপুর চক্র ব্লক নেই তো?

মিথুন: লাল, মেরুন, নীল, হলুদ, কালো, সিলভার প্রভৃতি রঙের পোশাক আপনার পক্ষে শুভ হবে।

কর্কট: লাল, কমলা, গেরুয়া, সবুজ, নীল, জংলা রঙের পোশাক ব্যবহারে উপকার হবে।

সিংহ: মেরুন, হলুদ, নীল, কালো প্রভৃতি রঙের পোশাক ও আসবাবপত্র ব্যবহার করলে শুভ ফল লাভ করবেন।

কন্যা: নীল, হলুদ, মেরুন, রুপোলী, কচি কলাপাতা রঙের পোশাক ব্যবহারে শুভ ফল পাবেন।

তুলা: নীল, হলুদ, কালো, সরষে রঙের পোশাক ও আসবাবপত্র ব্যবহারে শুভ ফল আশা করতে পারেন।

বৃশ্চিক: লাল, হলুদ, মেরুন রঙের পোশাক ব্যবহারে শুভ ফল পাবেন।

ধনু: নীল, হলুদ, কালো, মেরুন রঙের পোশাক ও আসবাব ব্যবহারে শুভ ফল পাবেন।

মকর: নীল, কালো, কচি কলাপাতা রঙের আসবাব ও পোশাক ব্যবহারে শুভ ফল পাবেন।

কুম্ভ: লাল, হলুদ, সবুজ রঙের পোশাক ব্যবহারে শুভ ফল পাবেন।

মীন: হলুদ, কালো, সরষে রঙের পোশাক ব্যবহারে শুভ ফল আশা করতে পারেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন