Signature Astrology

কায়দার আঁচড়ে স্বাক্ষর না করলে মন ভরে না? সই করার সময় অজান্তের ভুলে নিম্নগামী হয় সফলতার গ্রাফ!

কায়দা করে নাম লেখার প্রয়োজন যে কেবল নামী ব্যক্তিদেরই রয়েছে সে ধারণা সম্পূর্ণ ভুল। সকলেই চান নিজের নামটিকে একটু সুন্দর করে লিখতে। কিন্তু স্বাক্ষরের সৌন্দর্য বৃদ্ধি করতে গিয়ে যে আমরা নিজেদের জন্য বিপদ ডেকে বসি সেটা অনেকেই জানেন না।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২৫ ১৬:১১
Share:

—প্রতীকী ছবি।

ছোটবেলার স্কুলে পড়াকালীন অনেকেই বন্ধুদের সঙ্গে খাতার পেছনে অটোগ্রাফ বা স্বাক্ষর দেওয়া-নেওয়ার খেলা খেলতাম। বন্ধুরা আমাদের খাতায় নিজের স্বাক্ষর দিত, আমরাও ঘুরিয়ে তাদের খাতায় নিজের নামটি লিখে দিতাম। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এখন যে কোনও প্রশাসনিক কাজেই স্বাক্ষর দেওয়ার প্রয়োজন পড়ে। আগের লেখা স্বক্ষরের ধরনের সঙ্গে বর্তমানে লেখা নামের ধরন যদি না মেলে তা হলে আবার নানা সমস্যা পোহাতে হয়। কায়দা করে নাম লেখার প্রয়োজন যে কেবল নামী ব্যক্তিদেরই রয়েছে সে ধারণা সম্পূর্ণ ভুল। সকলেই চান নিজের নামটিকে একটু সুন্দর করে লিখতে। কিন্তু স্বাক্ষরের সৌন্দর্য বৃদ্ধি করতে গিয়ে যে আমরা নিজেদের জন্য বিপদ ডেকে বসি সেটা অনেকেই জানেন না। ভুল নিয়মে নাম লেখার ফলে পেশাক্ষেত্রে নানা সমস্যার মুখে পড়তে হতে পারে বলে জানাচ্ছে শাস্ত্র। তাই স্বাক্ষর দেওয়ার সময় কিছু ভুল এড়িয়ে চলতে হবে।

Advertisement

নিজের নাম লেখার সময় কোন ভুলগুলি করবেন না?

১. বহু মানুষই নিজের সই দেওয়ার সময় নামের প্রথম অক্ষর লিখে পদবি লিখে দেন। শাস্ত্রমতে, এই কাজটি করা উচিত নয়। সব সময় পুরো নাম লেখার পর পদবি লেখা উচিত। এতে কাজের জায়গায় ভারসাম্য বজায় রাখতে সুবিধা হয় বলে মনে করা হয়।

Advertisement

২. স্বাক্ষরকে দেখতে সুন্দর করে তোলার জন্য বহু মানুষই নামের কোনও অংশে পেন দিয়ে একটা দাগ কেটে দেন। এটি করাও উচিত নয় বলে মনে করা হচ্ছে। এতে ভাগ্যের উপর কুপ্রভাব পড়ে। পেশার ক্ষেত্রে নানা বাধার সম্মুখীন হতে হয়।

৩. নাম সই করার সময় শব্দগুলি একদম ছোট ছোট করে লেখাও অনুচিত। শব্দগুলি এমন ভাবেই লিখতে হবে যাতে সেটি বিশেষ কষ্ট না করেই পড়ে ফেলা যায়।

৪. সই করার সময় সেটিকে সুন্দর দেখানোর জন্য বেঁকিয়ে লিখলেও চলবে না। সর্বদা সোজা লাইনে লেখা উচিত। বিশেষ করে নীচের দিকে নামিয়ে বা বেঁকিয়ে নাম লেখেন যাঁরা, তাঁরা নিজেদের অজান্তেই মস্ত ভুল করে বসেন। মনে করা হয়, লেখার সময় লাইন নীচের দিকে বেঁকে গেলে জীবনের অগ্রগতিও নিম্নগামী হয়ে যায়।

৫. সই করার পর সেটির তলায় দাগ কেটে দিলে দেখতে হয়তো সুন্দর লাগে। কিন্তু আমাদের ভাগ্যের জন্য সেটি মোটেই শুভ নয়। এর ফলে সফলতার পথে নানা বাধার সম্মুখীন হতে হয়। আমরা নিজেরাই নামের তলায় দাগ কেটে বাধাগুলিকে আমন্ত্রণ জানাই।

সই কেমন হওয়া উচিত?

অতিরিক্ত পেঁচিয়ে, কারুকার্য করে সই করা এড়িয়ে চলাই ভাল। সর্বদা পরিষ্কার, সোজা লাইনে সই করা উচিত। নিজের নাম এমন ভাবে লিখতে হবে, যাতে বিশেষ কষ্ট না করেই সেটি পড়ে ফেলা যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement