Lucky Zodiac Signs of December 2025

হঠাৎ অর্থপ্রাপ্তি হবে, দরজায় কড়া নাড়বে নতুন চাকরি! ডিসেম্বরের দ্বিতীয় ভাগে সুখের সাগরে ভাসবে পাঁচ রাশি

পাঁচ রাশিকে ডিসেম্বরের শেষে এসে আর দুঃখ পেতে হবে না বলে জানাচ্ছে শাস্ত্র। বছরের শেষটা এঁদের কল্পনাতীত ভাল কাটতে চলেছে।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২৫ ১৩:৪৭
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

২০২৫ শেষের পথে। আর সকলেই চান বছরের শেষটা আনন্দ করে কাটাতে। কিন্তু ইচ্ছা থাকলেই যে সেটা সত্যি হবে এমনটা নয়। সব সময় সব কিছু আমাদের ইচ্ছা অনুযায়ী হয়ে না। যদিও পাঁচ রাশিকে ডিসেম্বরের শেষে এসে আর দুঃখ পেতে হবে না বলে জানাচ্ছে শাস্ত্র। বছরের শেষটা এঁদের কল্পনাতীত ভাল কাটতে চলেছে। অপ্রত্যাশিত শুভ ফল পেতে পারেন এই পাঁচ রাশির জাতক-জাতিকারা। তালিকায় কোন কোন রাশি রয়েছে জেনে নিন।

Advertisement

কোন পাঁচ রাশির ডিসেম্বরের দ্বিতীয় ভাগ খুব ভাল কাটবে?

বৃষ: ভাগ্যবানদের তালিকায় প্রথমেই রয়েছে বৃষ রাশির নাম। এই রাশির ব্যক্তিরা নানা দিক থেকে সুফল পাবেন। সবচেয়ে ভাল ফল পাবেন পেশার দিক দিয়ে। এত দিন ধরে করে চলা পরিশ্রমের ফল এ বার আপনারা পাবেন। বস্‌ আপনার মূল্য বুঝবেন এবং প্রশংসাও করবেন। পদোন্নতির যোগও দেখা যাচ্ছে। সঙ্গীর সঙ্গে সম্পর্কের বন্ধন দৃঢ় হবে। মনোমালিন্যের অবসান হয়ে প্রেমময় সময় শুরু হবে।

Advertisement

মিথুন: মিথুন রাশির জাতক-জাতিকাদেরও বছরের শেষটা খুব ভাল কাটবে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সাহায্য পাবেন। নতুন কাজের দায়িত্ব আপনার উপর আসতে পারে। সেটি আপনাকে পেশার দিক দিয়ে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। যাঁরা নতুন চাকরির সন্ধান করছেন, তাঁরা এ বার কোনও ভাল সুযোগ পেতে পারেন। ডিসেম্বরের শেষ ভাগ মিথুন রাশির ব্যক্তিদের পরিবারের সঙ্গে আনন্দ করে কাটবে।

তুলা: ডিসেম্বরের শেষ ভাগে তুলা রাশির ব্যক্তিরা নানা দিক দিয়ে উন্নতি লাভ করবেন। আপনাদের সৌভাগ্যের দরজা খুলে যাবে। বহু দিন ধরে কোনও কাজ সম্পন্ন করার চেষ্টায় বুঁদ হয়ে আছেন যাঁরা, তাঁরা বছরের শেষে এসে সেটি শেষ করতে পারবেন। কর্মক্ষেত্রে বসের প্রশংসা কুড়োবেন। আপনার কাজে সবাই খুশি হবেন। সন্তানের শরীর-স্বাস্থ্যের উন্নতি হবে।

মকর: শনির রাশি মকরেরও বছরের শেষটা ভাল কাটবে। কর্মক্ষেত্রে কাজের চাপ কমবে। হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। কোনও অপ্রত্যাশিত ভাল খবর পেতে পারেন, যা আপনার বছরের শেষটা আরও আনন্দমুখর করে তুলবে। পুরনো কোনও বন্ধুর সঙ্গে পুনরায় কথা শুরু হতে পারে। মনের মানুষকে এই সময় প্রেমের প্রস্তাব দিতে পারেন। পজ়িটিভ উত্তর পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে।

কুম্ভ: কুম্ভ রাশির ব্যক্তিদের বছরের শেষটা স্বপ্নের মতো সুন্দর হতে চলেছে। আয়ক্ষেত্রের দারুণ উন্নতি হবে। সম্পদপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। নতুন চাকরির সন্ধান পেতে পারেন, যা আপনার পেশাজীবনের জন্য লাভজনক হবে।। এই সুযোগ হাতছাড়া করবেন না। নতুন প্রেমের সন্ধান পাওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুদের সঙ্গে ভ্রমণে যাওয়ার সুযোগ আসতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement