Nil Puja 2025

সন্তানের মঙ্গলকামনায় নীলষষ্ঠী পালন করেন? জেনে নিন তারিখ ও শিবের মাথায় জল ঢালার শুভ সময়

নীলপূজার দিন দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতীর আরাধনা করা হয়। চৈত্র সংক্রান্তির চড়কের আগের দিন নীলষষ্ঠীর ব্রত পালন করা হয়।

Advertisement

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৫ ১০:১৯
Share:

—প্রতীকী ছবি।

নীলকণ্ঠ এবং নীলাবতী, অর্থাৎ দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতী কেন্দ্রিক লোকউৎসব হল নীলষষ্ঠী। এই পূজা বা ব্রত মহিলারা তাঁদের সন্তানের মঙ্গলকামনায় পালন করেন। নীলপূজার দিন দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতীর আরাধনা করা হয়। চৈত্র সংক্রান্তির চড়কের আগের দিন নীলষষ্ঠীর ব্রত পালন করা হয়। এই ব্রতে মহিলারা উপবাস রেখে দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতীর আরাধনা করেন এবং সন্ধ্যায় প্রদীপ বা বাতি জ্বালিয়ে মহাদেব এবং মাতা পার্বতীর কাছে সন্তানের মঙ্গল কামনা করে ব্রত পালন করেন।

Advertisement

আগামী ১৩ এপ্রিল, ৩০ চৈত্র, রবিবার শ্রীশ্রী নীল পূজা।

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে—

Advertisement

আগামী ১৩ এপ্রিল, ৩০ চৈত্র, রবিবার প্রতিপদ তিথি শুরু প্রাতঃ ৫টা ৫২ মিনিট।

অমৃতযোগ— সকাল ৬টা ১৩ মিনিট থেকে ৯টা ৩২ মিনিট, পুনরায় সন্ধ্যা ৭টা ২৫ মিনিট থেকে ৮টা ৫৬ মিনিট পর্যন্ত।

মাহেন্দ্রযোগ— সকাল ৬টা ১২ মিনিট পর্যন্ত, পুনরায় বেলা ১২টা ৫৩ মিনিট থেকে ১টা ৪২ মিনিট পর্যন্ত, পুনরায় সন্ধ্যা ৬টা ৩৯ মিনিট থেকে ৭টা ২৪ মিনিট পর্যন্ত, পুনরায় রাত ১২টা ১ মিনিট থেকে ৩টে ৪ মিনিট পর্যন্ত।

গুপ্তপ্রেস পঞ্জিকা অনুসারে—

আগামী ১৩ এপ্রিল, ৩০ চৈত্র, রবিবার প্রতিপদ তিথি অহোরাত্রি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement