বাড়ির প্রধান দরজার সামনে এই জিনিসগুলো থাকা চরম দুর্গতির সংকেত

আমাদের ঘর কী ভাবে পজিটিভ এনার্জিতে ভরে থাকবে, সেই চেষ্টা আমরা সকলেই করে থাকি এবং আমাদের ঘরে যেন কোনওরূপ বাস্তুদোষ না সৃষ্টি হয় সেদিকেও বেশ নজর দিই। কিন্তু শুধুমাত্র ঘরের ভিতরের বাস্তুদোষের দিকে নজর দিলে চলবে না।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২০ ০০:২০
Share:

আমাদের ঘর কী ভাবে পজিটিভ এনার্জিতে ভরে থাকবে, সেই চেষ্টা আমরা সকলেই করে থাকি এবং আমাদের ঘরে যেন কোনওরূপ বাস্তুদোষ না সৃষ্টি হয় সেদিকেও বেশ নজর দিই। কিন্তু শুধুমাত্র ঘরের ভিতরের বাস্তুদোষের দিকে নজর দিলে চলবে না। ঘরের বাইরের বাস্তুর দিকেও সমান নজর না দিলে জীবনে সমস্যা লেগেই থাকবে। অনেক সময় বাড়ির প্রধান দরজার সামনে আমরা এমন কিছু জিনিস রেখে দিই, যার ফলে আমাদের অজান্তেই প্রচুর বাস্তুদোষ সৃষ্টি হয় এবং জীবনে নেমে আসে চরম বিপর্যয়। সে দিকে একটু নজর দিলেই আমাদের জীবন সমস্যামুক্ত হয়ে উঠতে পারে।

Advertisement

দেখে নিই কী কী জিনিস প্রধান দরজার সামনে রাখতে নেই—

আরও পড়ুন: সমস্যা জর্জরিত জীবন? এই নিয়মগুলো পালন করলে কেটে যাবে অনেকটাই

Advertisement

• কাঁটা জাতীয় কোনও গাছ বাড়ির প্রধান দরজার সামনে রাখতে নেই, এতে নানা রকম সমস্যার সৃষ্টি হয়।

• বাড়ির প্রধান দরজার সামনে কখনও নোংরা জল জমতে দিতে নেই। যে কোনও শুভ শক্তি বাড়ির প্রধান দরজা দিয়েই প্রবেশ করে। সেই জন্য বাড়ির প্রধান দরজার সামনে নোংরা জল জমতে দিতে নেই।

• বাড়ির প্রধান দরজায় কোনও ভাবে লতা জাতীয় গাছ রাখা যাবে না। এতে বাড়ির মানুষদের প্রচুর ক্ষতি হওয়ার সম্ভবনা থাকে।

• সব সময় নজর রাখতে হবে যে, বাড়ির প্রধান দরজা যেন রাস্তার থেকে উঁচুতে হয়, নীচু না হয়। এতে বাড়িতে নেগেটিভ শক্তির সঞ্চার ঘটে।

• প্রধান দরজার একেবারে সামনে ডাস্টবিন রাখাও অত্যন্ত অমঙ্গলজনক বলে মানা হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন