২০১৯ সালে কুম্ভ রাশির জাতক-জাতিকারা কী করবেন এবং কী করবেন না

কুম্ভ রাশির অধিপতি গ্রহ শনি। বছরের শুরুর সময় আপনার রাশি অধিপতি তৃতীয়ে দেবগুরু বৃহস্পতি যুক্ত। তৃতীয় পতি সপ্তমে ও সপ্তম পতি তৃতীয়ে ক্ষেত্র বিনিময়ে যোগ যুক্ত। অপর দিকে ধনপতি ও ভাগ্যপতির শুভ প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। এ বার আলোচ্য বিষয় কুম্ভ রাশির জাতক-জাতিকারা এ বছর কী করবেন এবং কী করবেন না।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৮ ০০:০০
Share:

কুম্ভ রাশির অধিপতি গ্রহ শনি। বছরের শুরুর সময় আপনার রাশি অধিপতি তৃতীয়ে দেবগুরু বৃহস্পতি যুক্ত। তৃতীয় পতি সপ্তমে ও সপ্তম পতি তৃতীয়ে ক্ষেত্র বিনিময়ে যোগ যুক্ত। অপর দিকে ধনপতি ও ভাগ্যপতির শুভ প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। এ বার আলোচ্য বিষয় কুম্ভ রাশির জাতক-জাতিকারা এ বছর কী করবেন এবং কী করবেন না।

Advertisement

কুম্ভ রাশি কী কী করবেন

অনেক দিন ধরে যারা বেকার, তাঁদের অপেক্ষা এ বার শেষ হতে পারে। ব্যবসা, বানিজ্যে উন্নতি লক্ষ্য করা যাবে।

Advertisement

সঞ্চয়ের দিকটা কুম্ভ রাশির খুব ভাল থাকবে। এতদিন ধরে যারা জমানো অর্থ খরচ করে ফেলেছেন, তারা এ বছর নতুন করে সঞ্চয় করতে পারেবেন।

দেশের ভেতরে ব্যবসা বা কর্ম ভাল হলেও, দেশের বাইরে কর্ম যোগ বেশি ভাল বলা চলে। দেশের মাটিতে থেকে যারা কর্ম করতে পারছেন না, তারা দেশের বাইরে গিয়ে কর্মে উন্নতি করতে পারবেন।

স্কুলে পড়া ছাত্রছাত্রী, যাদের বেশ কিছু দিন ধরে পড়াশোনায় মনোযোগ কমে গিয়েছিল, তারা আবার মনোযোগী হয়ে উঠবে। এ বছর আপনি ভাল কোনও শিক্ষাগুরু বা পথ প্রদর্শক পেতে পারেন।

এ বছর আপনি হঠাৎ প্রেম অর্থাত আকস্মিক প্রেমে পড়তে পারেন।

জটিল কোনও সমস্যা থাকলে এ বছর বাড়ির গুরুজনদের সঙ্গে আলোচনা করতে পারেন। তাদের সাহায্যে সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন।

২০১৯ সালে কুম্ভ রাশির জাতক-জাতিকারা সন্তানের বিষয়ে কিছু চিন্তা ভাবনা রাখতে পারেন।

আরও পড়ুন: ২০১৯ সালে ধনু রাশির জাতক-জাতিকারা কী করবেন এবং কী করবেন না

কুম্ভ রাশি কী কী করবেন না

বছরের শুরুতে কোনও বিষয়ে সমস্যার সম্মুখীন হতে হবে। আর্থিক দিকটা খুব একটা স্বচ্ছল থাকবে না বললেই চলে। তবে বছরের মধ্য ভাগে আর্থিক দিকে অনেক উন্নতি লক্ষ্য করা যাবে।

যে কোনও জরুরী কাগজপত্র সই করার আগে ভাল করে দেখে শুনে, তার পর সই করুন।

বছরের শুরুতে দাম্পত্য কলহ থাকতে পারে, কিন্তু বছর এগোনোর সঙ্গে সঙ্গে ঝঞ্ঝাট মিটে যাবে।

স্বাস্থ্য নিয়ে কোনও সমস্যা থাকলে সেটা মিটে যাবে। তবে ডায়াবিটিসের সমস্যা বৃদ্ধি পেতে পারে।

বিঃ দ্রঃ- কোনও জরুরী কাগজ ভাল করে পরীক্ষা না করে সই করবেন না। বছরের প্রথম দিকটা সব ব্যাপারে সতর্ক থাকতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement