২০১৯ সালে কর্কট রাশির জাতক-জাতিকারা কী করবেন এবং কী করবেন না

কর্কট রাশির অধিপতি গ্রহ চন্দ্র। এ বছর আপনার রাশিতে রাহুর অবস্থান। অপর দিকে কেতুর দৃষ্টি। ভাগ্যপতি পঞ্চমে ও পঞ্চমপতি ভাগ্য স্থানে ক্ষেত্র বিনিময় করায় শুভ অশুভ ফল প্রদান করবে। এ বার দেখে নেওয়া যাক এ বছর কর্কট রাশির কী কী কাজ করা উচিত এবং কী কী করা উচিত হবে না।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৮ ০০:০০
Share:

কর্কট রাশির অধিপতি গ্রহ চন্দ্র। এ বছর আপনার রাশিতে রাহুর অবস্থান। অপর দিকে কেতুর দৃষ্টি। ভাগ্যপতি পঞ্চমে ও পঞ্চমপতি ভাগ্য স্থানে ক্ষেত্র বিনিময় করায় শুভ অশুভ ফল প্রদান করবে। এ বার দেখে নেওয়া যাক এ বছর কর্কট রাশির কী কী কাজ করা উচিত এবং কী কী করা উচিত হবে না।

Advertisement

কর্কট রাশিরা কী কী করবেন

ফেব্রুয়ারি মাসের পর ভাল কর্মের জন্য যোগাযোগ করুন। চাকরির জন্য বিদেশ যাত্রা পর্যন্ত করতে হতে পারে।

Advertisement

প্রথম দিকে ব্যবসায় উন্নতি বিশেষ একটা না হলেও, বছরের শেষ ভাগে উন্নতি হতে পারে।

গৃহে নতুন আসবাবপত্র, বস্ত্র, অলঙ্কার এবং দামি কোনও ইলেকট্রনিক জিনিস কিনতে পারেন।

দীর্ঘ দিনের প্রেম, বিবাহে পরিণত হয়ে সমাজে স্বীকৃতি পেতে পারে, এবং এতে স্বজন বর্গের সাহায্য থাকবে।

সন্তানদের কেরিয়ার নিয়ে এ বছর ভাবার সুযোগ আসতে পারে। সন্তানদের ঠিক দিকে চালনা করতে পারলে, তাদের ভাল সময় কেউ আটকাতে পারবে না।

আধ্যাত্মিকতায় এ বছর অনেক দূর যেতে পারবেন।

গান, বাজনা ও সঙ্গীত নিয়ে যারা আগ্রহী, এ বছর তাদের জন্য সুবর্ণ সুযোগ আসছে।

কর্মক্ষেত্রে নিজের দক্ষতায় বিশেষ উন্নতি ও সুনাম অর্জন করতে পারবেন।

এ বছর আত্মীয়দের সাহায্যে বহু কাজ সম্পূর্ণ করতে পারবেন।

কর্কট রাশি কী কী করবেন না

এ বছর যেমন আয়, তেমন ব্যয় হবে। তাই জমানো রাশিতে হাত দেবেন না, সমস্যা হতে পারে।

এ বছর চিকিৎসায় প্রচুর ব্যয়ের সম্ভাবনা। নিজের এবং বাড়ির সকলের শরীরের প্রতি নজর দিতে হবে।

বাড়িতে অতিরিক্ত অতিথি সমাবেশ আপনাকে চিন্তিত করতে পারে।

আরও পড়ুন: ২০১৯ সালে মিথুন রাশির জাতক-জাতিকারা কী করবেন এবং কী করবেন না

এপ্রিল মাস পর্যন্ত কোনও বিষয়ে দাম্পত্য কলহে যাবেন না। দাম্পত্য সমস্যা বৃদ্ধি পেতে পারে।

ভাইবোনদের সঙ্গে মনোমালিন্য থাকলেও, পৃথক হওয়ার কোনও যোগ নেই।

কোনও ছোটখাটো রোগ গুরুত্ব না দিয়ে ফেলে রাখবেন না।

বছরের প্রথম দিকে বিবাহের কথাবার্তা সম্পূর্ণ হয়েও বাধা সৃষ্টি হতে পারে।

অংশীদারের কথায় ব্যবসায় বাড়তি বিনিয়োগ করবেন না।

বিঃ দ্রঃ- খুব ভাল ভাবে সতর্ক না থাকলে এ বছর প্রিয়জনের স্বাস্থ্যহানি হতে পারে। মামলা মোকদ্দমা থেকে একদম দূরে থাকাই বুদ্ধিমানের কাজ হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন