Baby Recovered From Baruipur Hospital

বারুইপুর হাসপাতালে বাগান থেকে উদ্ধার সদ্যোজাত শিশুকন্যা! সাফাই করতে গিয়ে দেখতে পান কর্মীরা

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, পুরো ঘটনা বারুইপুর থানায় লিখিত ভাবে জানানো হয়েছে এবং তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৫ ১৯:২৪
Share:

— প্রতীকী চিত্র।

বারুইপুর মহকুমা হাসপাতালের বাগানে পড়েছিল সদ্যোজাত এক শিশুকন্যা। সাফাইকর্মীরা দেখতে পেয়ে খবর দেন কর্তৃপক্ষকে। উদ্ধার করা হয় শিশুটিকে। চিকিৎসক জানিয়েছেন, শিশুটি সুস্থ রয়েছে। তার দায়িত্ব নিয়েছেন কর্তৃপক্ষ।

Advertisement

হাসপাতাল সূত্রে খবর, সোমবার সাফাইকর্মীরা প্রথমে শিশুটিকে দেখতে পান এবং কর্তৃপক্ষকে খবর দেন। এর পর হাসপাতালের নার্স ও চিকিৎসকেরা ছুটে নবজাতিকাকে উদ্ধার করে চিকিৎসা শুরু করেন। চিকিৎসকেরা জানান, শিশুটির স্বাভাবিক ও সুস্থ রয়েছে।

এই ঘটনায় হাসপাতালে চাঞ্চল্য তৈরি হয়। কে বা কারা এমন কাজ করেছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, পুরো ঘটনা বারুইপুর থানায় লিখিত ভাবে জানানো হয়েছে এবং তদন্ত শুরু করেছে পুলিশ। হাসপাতালের সুপার ধীরাজ রায় বলেন, “হাসপাতালের জরুরি বিভাগের সামনে বাগানে সদ্যোজাত শিশুকে ফেলে যাওয়ার ঘটনা অত্যন্ত লজ্জাজনক ও নিন্দনীয় কাজ। বিষয়টি আমরা স্বাস্থ্য দফতরকেও জানিয়েছি।” সুপার আরও জানান, শিশুটির চিকিৎসা, নিরাপত্তা ও দেখভালের দায়িত্ব সম্পূর্ণ ভাবে হাসপাতালই বহন করবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement