২০১৯ সালে মীন রাশির জাতক-জাতিকারা কী করবেন এবং কী করবেন না

মীন রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি। নতুন বছর শুরুর সময় রাশি অধিপতি দেবগুরু বৃহস্পতি ভাগ্যস্থানে বুধ যুক্ত এবং ভাগ্যাধিপতির রাশিতে ক্ষেত্র বিনিময়ে যোগ যুক্ত থাকবে। এ বার আলোচ্য বিষয় এ বছর মীন রাশির জাতক-জাতিকারা কী করবেন এবং কী করবেন না।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৮ ০০:০০
Share:

মীন রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি। নতুন বছর শুরুর সময় রাশি অধিপতি দেবগুরু বৃহস্পতি ভাগ্যস্থানে বুধ যুক্ত এবং ভাগ্যাধিপতির রাশিতে ক্ষেত্র বিনিময়ে যোগ যুক্ত থাকবে। এ বার আলোচ্য বিষয় এ বছর মীন রাশির জাতক-জাতিকারা কী করবেন এবং কী করবেন না।

Advertisement

মীন রাশি কী কী করবেন

মীন রাশির জাতক-জাতিকাদের শারীরিক উন্নতি খুব ভাল হবে। যারা অনেক দিন ধরে শারীরিক সমস্যায় জর্জরিত ছিলেন, তারা এ বছর অনেকটা সুস্থ হয়ে উঠবেন।

Advertisement

কোনও না কোনও কারণে মানসিক দিক থেকে যারা খুব ভেঙে পড়েছিলেন, তাদের ক্ষেত্রেও এ বছর অনেকটা পরিবর্তন হবে।

প্রেমিক প্রেমিকাদের জন্য একটা সুখবর, ২০১৯ সাল আপনাদের পক্ষে খুব শুভ। প্রেমের সব ঝঞ্ঝাট কেটে যাবে। তা ছাড়া পুরনো প্রেম ফিরে পেতে পারেন এ বছর।

সূর্যোদয় থেকে সুর্যাস্ত যাওয়া পর্যন্ত যারা কাজের মধ্যে ডুবে থাকেন তাদের কর্মব্যস্ততা অনেকটা কমবে। যাদের কর্মে অনিশ্চয়তা বা পদোন্নতি আটকে রয়েছে কিংবা কর্মে বদলির সম্ভাবনা আছে, সেই সব সমস্যা থেকে মুক্তি পাবেন এ বছর।

উচ্চ শিক্ষার যোগাযোগের জন্য বছরটি খুবই পজিটিভ। যে কোনও রকম উচ্চ শিক্ষার কথা যদি ভেবে থাকেন, তা হলে খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিন।

সম্বন্ধ করে বিবাহের ক্ষেত্রে বছরটিকে খুব একটা খারাপ বলা যাবে না।

সঙ্গীতের সঙ্গে যুক্তরা এ বছর সুফল পেতে পারেন।

বাড়ি, গাড়ি কেনার ইচ্ছা থাকলে কিনতে পারেন।

আরও পড়ুন: ২০১৯ সালে কুম্ভ রাশির জাতক-জাতিকারা কী করবেন এবং কী করবেন না

মীন রাশি কী কী করবেন না

কারও ওপর অতিরিক্ত রাগ দেখাবেন না। অতিরিক্ত রেগে যাওয়ায় শারীরিক অসুস্থতা আসতে পারে।

বিদ্যার্থীদের বিভিন্ন দিকে মন যাওয়ায় পড়াশোনার ক্ষতি হতে পারে। বিদ্যা শিক্ষায় অতিরিক্ত মনোযোগ এ বছর ভাল ফল এনে দিতে পারে।

অপরিচিত কারও সঙ্গে বন্ধুত্ব করা উপযুক্ত হবে না। বন্ধু প্রথমে আত্মীয়ের রূপ নিয়ে পরে আপনার ক্ষতি করতে পারে।

এ বছর লোক লৌকিকতায় প্রচুর অর্থ ব্যয় হতে পারে। বাড়িতে প্রচুর অতিথি সমাগম হতে পারে।

বিঃ দ্রঃ- অপরিচিত কাউকে বেশি প্রশ্রয় দেবেন না। অতিরিক্ত পরিশ্রম না করাই শ্রেয়। নিজের শরীরের দিকে বিশেষ নজর দিন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন