২০১৯ সালে বৃষ রাশির জাতক-জাতিকারা কী কী করবেন এবং কী কী করবেন না

রাশির অধিপতি গ্রহ শুক্র। বছরের শুরুতে বৃষ রাশির অধিপতি দেবতা থাকবেন তুলা রাশিতে, ধন ও পঞ্চম পতি সপ্তমে দেবগুরু বৃহস্পতি যুক্ত। অপর দিকে সপ্তম পতি মঙ্গল একাদশে থাকবে। বৃহস্পতি ও মঙ্গল ক্ষেত্র বিনিময়ে যোগ যুক্ত হয়েছে। সে ক্ষেত্রে দেখতে গেলে এই বছর দুর্যোগের মেঘ সরে গিয়ে সুদিনের সুর্য উদিত হবে।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৮ ০০:০০
Share:

বৃষ রাশির অধিপতি গ্রহ শুক্র। বছরের শুরুতে বৃষ রাশির অধিপতি দেবতা থাকবেন তুলা রাশিতে, ধন ও পঞ্চম পতি সপ্তমে দেবগুরু বৃহস্পতি যুক্ত। অপর দিকে সপ্তম পতি মঙ্গল একাদশে থাকবে। বৃহস্পতি ও মঙ্গল ক্ষেত্র বিনিময়ে যোগ যুক্ত হয়েছে। সে ক্ষেত্রে দেখতে গেলে এই বছর দুর্যোগের মেঘ সরে গিয়ে সুদিনের সূর্য উদিত হবে।

Advertisement

বৃষ রাশি কী কী করবেন

নতুন ব্যবসা শুরু করার ইচ্ছা থাকলে এ বছর শুরু করতে পারেন।

Advertisement

অংশীদারী ব্যবসায় কোনও সমস্যা থাকলে, আলোচনা করুন এ বছর সমস্যা মিটে যেতে পারে।

আটকে থাকা ব্যবসা নতুন করে শুরু করার চেষ্টা করলে, লাভবান হবেন এবং ব্যবসায় প্রচুর প্রচার পাবেন।

কর্মে বা চাকরিতে সুনাম, যশ ও একটু চেষ্টা করলেই পদোন্নতি করতে পারবেন।

সন্তান নিয়ে সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। এ বছর সন্তান যোগ ভাল।

বছরের মধ্য ভাগে দু’জনের মিলিত আলোচনায় দাম্পত্য কলহ মিটতে পারে।

এ বছর মাতুলালয় থেকে ধন-সম্পত্তি প্রাপ্তির আশা রাখতে পারেন।

আরও পড়ুন: ২০১৯ সালে মেষ রাশির জাতক-জাতিকারা কী করবেন এবং কী করবেন না

শ্বশুরবাড়ি থেকে যে কোনও বিষয় সাহায্য পেতে পারেন।

ভাইবোনে ঝগড়া বিবাদ থাকলে এ বছর সম্পর্কের উন্নতি হতে পারে।

জুন মাসে শুক্র নিজের রাশিতে পদার্পন করবে। তাই মনোবল, জনবল ও অর্থবল চাঙ্গা হয়ে উঠবে।

বাড়িতে বিবাহ যোগ্য কেউ থাকলে তার বিবাহের ব্যাপারে কথাবার্তা এগোতে পারেন।

প্রেমে স্বীকৃতি পাওয়ার যোগ দেখা যাচ্ছে।

বৃষ রাশি কী কী করবেন না

এ বছর যারা ব্যবসায় বিনিয়োগ করা একদম উচিত হবে না। অর্থ ডুবে যাওয়ার যোগ আছে।

এ বছর কারও কাছে থেকে ঋণ নেবেন না, কাউকে টাকা ধার দেবেনও না। একটু বুঝে না চললে ঋণগ্রস্থ হয়ে পড়তে পারেন।

এ বছর চাকরির আশায় কাউকে উপঢৌকন বা ঘুষ দেওয়া ঠিক হবে না।

বিদেশ যাত্রা সফল হবে না, ফলে মনোবল ভেঙে যেতে পারে।

এপ্রিল মাসে রাহুর মিথুন রাশিতে গমন তাই ধন উপার্জন অপেক্ষা ধন ক্ষয় বেশি হবে। জমানো সঞ্চয়ে হাত দেবেন না।

নিজেদের কারও সঙ্গে বিশেষ একটা তর্ক ঝামেলায় যাবেন না, মিথ্যে মামলায় ফেঁসে যেতে পারেন।

গুপ্ত শত্রুর দ্বারা ক্ষতিগ্রস্থ হতে পারেন তাই নতুন করে বন্ধুত্ব না করাই শ্রেয়।

শ্রমিক, কর্মচারী বা গাড়িচালক- এ ধরনের কাউকে বেশি প্রশ্রয় দেবেন না।

বিঃ দ্রঃ- জরুরী কাগজপত্র খুব সাবধানে বা স্বযত্নে রাখতে হবে। অপরিচিত কাউকে বাড়িতে আশ্রয় দেবেন না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন