India vs South Africa 2025

টি-টোয়েন্টি সিরিজ় শুরুর আগে ভারতীয় দলকে শাস্তি আইসিসির, জরিমানা রাহুলের গোটা দলের!

দক্ষিণ আফ্রিকাকে এক দিনের সিরিজ়ে হারিয়ে শাস্তি পেতে হল ভারতীয় দলকে। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে শাস্তি দেওয়া হয়েছে গোটা ভারতীয় দলকে। টি-টোয়েন্টি সিরিজ় শুরুর আগের দিনই শাস্তি পেল ভারত।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৫ ১৯:১০
Share:

ভারতীয় ক্রিকেট দল। ছবি: পিটিআই।

ভারত-দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজ় শুরু মঙ্গলবার। তার আগের দিনই শাস্তি পেল ভারতীয় দল। এক দিনের সিরিজ়ে মন্থর বোলিংয়ের জন্য ভারতকে শাস্তি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তবে শাস্তির প্রভাব পড়বে না সূর্যকুমার যাদবের দলের উপর।

Advertisement

দক্ষিণ আফ্রিকাকে এক দিনের সিরিজ়ে ২-১ ব্যবধানে হারিয়েও শাস্তি পেল ভারতীয় দল। রায়পুরে দ্বিতীয় এক দিনের ম্যাচে নির্দিষ্ট সময়ের মধ্যে ৫০ ওভার বল করতে পারেনি লোকেশ রাহুলের দল। নিয়ম অনুযায়ী, মন্থর বোলিংয়ের জন্য জরিমানা হয়েছে ভারতীয় দলের। সেই ম্যাচের আম্পায়ারদের রিপোর্টের ভিত্তিতে রাহুলদের জরিমানা করেছেন ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন।

আইসিসির আচরণ বিধির ২.২২ ধারা অনুযায়ী, নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতি ওভার কম বল করার জন্য ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা হয় সংশ্লিষ্ট দলের। রায়পুরে রাহুলেরা সময়ের মধ্যে ২ ওভার কম বল করেছিলেন। তাই ভারতীয় ক্রিকেটারদের ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। ম্যাচ রেফারির কাছে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ মেনে নিয়েছেন রাহুল। তাই শুনানির প্রয়োজন হয়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement