Astrological Benefits of Sesame Seeds

শনির সাড়েসাতির ভয়ঙ্কর প্রভাব থেকে রক্ষা করবে তিল! মেনে চলতে হবে কয়েকটি সহজ টোটকা

সাদা হোক বা কালো, যে কোনও তিলই খুব কাজের। তিল দিয়ে কিছু সহজ টোটকা পালন করলে জীবনের নানা সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৫ ০৭:২৩
Share:

—প্রতীকী ছবি।

গ্রহ বা বাস্তু, যে কোনও দোষ থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা নানা উপায় করে থাকি। সেই উপায়গুলি করার জন্য আমাদের নানা জিনিসের প্রয়োজন পড়ে। সেই তালিকায় রয়েছে তিল। সাদা হোক বা কালো, যে কোনও তিলই খুব কাজের। তিল দিয়ে কিছু সহজ টোটকা পালন করলে জীবনের নানা সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে।

Advertisement

দেখে নেব টোটকাগুলো কী কী:

১) সাদা তিল এবং গুড় একসঙ্গে মিশিয়ে প্রতি বৃহস্পতিবার গরুকে খাওয়ান। এর ফলে দ্বিগুণ আর্থিক উন্নতি হবে।

Advertisement

২) কাঁচা দুধ, গঙ্গাজল এবং সাদা তিল একসঙ্গে মিশিয়ে তুলসী গাছের নীচে রাখলে খুব উপকার পাওয়া যায়।

৩) প্রতি শনিবার একটা কালো কাপড়ে কিছুটা কালো তিল এবং একটা এক টাকার কয়েন নিয়ে গ্রহরাজের মন্দিরে দান করুন। শুভ ফল পাবেন।

৪) শনির সাড়েসাতির খারাপ প্রভাব থেকে রক্ষা পেতে কিছুটা কালো তিল জলে মিশিয়ে স্নান করুন।

৫) শিবপুজো করার সময় সাদা তিল গঙ্গাজলে মিশিয়ে শিবের অভিষেক করুন। খুব ভাল ফল পাবেন।

৬) একটা রুটির উপর সামান্য সরষের তেল ও কিছুটা কালো তিল নিয়ে যে কোনও কালো কুকুরকে খাওয়ান।

৭) নজরদোষ কাটাতে এক মুঠো কালো তিল মাথার উপর সাত বার ঘুরিয়ে ফেলে দিন। নজরদোষ কেটে যাবে।

৮) রাহু-কেতুর প্রভাব, কালসর্পদোষ এবং পিতৃদোষ থেকে মুক্তি পেতে প্রতি শনিবার মন্দিরে কালো তিল দান করুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement