Importance of Animal Feeding

গরু, কুকুর, পায়রা, মাছ, কাকে খাবার খাওয়ানো লাভদায়ক? কোন প্রাণীকে খাবার খাওয়ালে কী হয়?

ঘরের পোষা হোক বা বাইরের, যে কোনও পশু-পাখিকেই খাবার খাওয়ানো ভাল। জ্যোতিষশাস্ত্র মতে পশু-পাখিকে খাবার খাওয়ালে নানা ভাল ফল প্রাপ্তি হয়।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২৫ ০৭:১৯
Share:

—প্রতীকী ছবি।

যে কোনও পশু-পাখিকে খাবার খাওয়ানোই খুব ভাল। এই কাজটি করলে আমরা নানা শুভ ফল পেয়ে থাকি। ঘরের পোষা হোক বা বাইরের, যে কোনও পশু-পাখিকেই খাবার খাওয়ানো ভাল। জ্যোতিষশাস্ত্র মতে পশু-পাখিকে খাবার খাওয়ালে নানা ভাল ফল প্রাপ্তি হয়।

Advertisement

দেখে নেব কোন প্রাণীকে খাবার খাওয়ালে কী প্রাপ্তি হয়:

গরু: গরুকে খাবার খাওয়ালে খুব ভাল ফল পাওয়া যায়। অবোলা এই প্রাণীকে খাবার খাওয়ালে যে কোনও কাজের ভাল ফল পাওয়া যায়।

Advertisement

কুকুর: আমরা অনেকেই কুকুরকে খাবার খাইয়ে থাকি। কালো কুকুর হোক বা অন্য কোনও রঙের, যে কোনও কুকুরকে খাবার খাওয়ালেই ভাল ফল পাওয়া যায়। এর ফলে শত্রু নাশ হয়, অর্থাৎ শত্রুর হাত থেকে মুক্তি পাওয়া যায়।

বাঁদর: বাঁদরকে খাবার খাওয়ালে যে কোনও দুর্ঘটনার হাত থেকে মুক্তি পাওয়া যায়। বাঁদরকে খাবার খাওয়ানোর সুযোগ হয়তো সে ভাবে হয়ে ওঠে না। তা-হলেও যদি কখনও বাঁদর দেখতে পাওয়া যায়, সাবধানতা মেনে তাকে খাবার খাওয়ানোর চেষ্টা করে দেখতে পারেন।

পায়রা: পায়রাকে খাবার খাওয়ানো খুব শুভ বলে মানা হয়। অনেকেই বাড়িতে পায়রা পোষেন। পায়রাকে খাবার খাওয়ানোর ফলে জীবনের বাড়তি ঝামেলা কেটে গিয়ে মানসিক শান্তি বৃদ্ধি পায়।

হাতি: হাতিকে খাবার খাওয়ালে ঐশ্বর্য প্রাপ্তি হয় বলে মনে করা হয়। যদিও হাতিকে খাবার খাওয়ানো সহজ ব্যাপার নয়, তা-ও কখনও সুযোগ হলে খাওয়াতে পারেন।

কাক: অনেক বাড়িতেই সকালবেলা কাককে খেতে দেওয়ার চল রয়েছে। কাককে খাবার খাওয়ালে পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া যায়।

মাছ: মাছকে খাবার খাওয়ালে প্রচুর অর্থ প্রাপ্তি হয়।

পিঁপড়ে: পিঁপড়েকে খাবার খাওয়ালে রাহুদোষ থেকে মুক্তি পাওয়া যায়।

কচ্ছপ: কচ্ছপকে খাবার খাওয়ালে প্রচুর ধনসম্পত্তি লাভ হয় বলে মনে করা হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement