‘বৃহজ্জাতক’ গ্রন্থে বর্ণিত দ্বাদশ রাশির দ্রেক্কাণ ফল

ভারতীয় জ্যোতিষ মতে জন্মকুণ্ডলীতে বারোটি রাশি। দ্রেক্কাণে প্রতিটি রাশিকে তিন ভাগে ভাগ করা হয়। বর্ণিত দ্রেক্কাণে স্ত্রী-দ্রেক্কাণ স্থলে পুরুষও জন্মগ্রহণ করতে পারে।

Advertisement
শেষ আপডেট: ২৬ জুলাই ২০১৮ ০০:০৩
Share:

ভারতীয় জ্যোতিষ মতে জন্মকুণ্ডলীতে বারোটি রাশি। দ্রেক্কাণে প্রতিটি রাশিকে তিন ভাগে ভাগ করা হয়। বর্ণিত দ্রেক্কাণে স্ত্রী-দ্রেক্কাণ স্থলে পুরুষও জন্মগ্রহণ করতে পারে। কিন্তু সে স্থলে জাতকের প্রকৃতি স্ত্রী-সুলভ হবে। পক্ষান্তরে পুরুষ-দ্রেক্কাণে স্ত্রী জন্মালে তার প্রকৃতি পুরুষ সুলভ হবে। তবে মানব প্রকৃতি সুস্পষ্ট ভাবে বিচার করতে দ্রেক্কাণপতি গ্রহ এবং লগ্নপতি গ্রহের বলাবল বিচারও আবশ্যক।

Advertisement

মিথুনের ক্ষেত্রে দ্রেক্কাণ ফল দেখে নেওয়া যাক—

প্রথম দ্রেক্কাণ—

Advertisement

০°-১০°। রাশি মিথুন। অধিপতি গ্রহ বুধ। স্ত্রী প্রকৃতি। জাতক সুন্দর রূপযুক্ত হবে। বস্ত্রাভরণ পরতে এবং পরাতে ভালবাসবে। সূচী-শিল্পে পারদর্শী হবে। জাতক সন্তানহীনও হতে পারে। এই দ্রেক্কাণে স্ত্রী জন্মগ্রহণ করলে তাদের মধ্যে কামের মনোভাব স্পষ্ট এবং অধিকরূপে প্রকাশ পাবে। এই ধরনের ফলজ্ঞানের মধ্যে বাস্তবতারই পরিচয় পাওয়া যায়।

দ্বিতীয় দ্রেক্কাণ—

১০°-২০°। রাশি তুলা। পতিগ্রহ শুক্র। পুরুষ প্রকৃতি। জাতকের মুখ পক্ষীর ন্যায় হবে। ভূষণপ্রিয় এই দ্রেক্কাংশজাত মানুষ পুস্পোদ্যানে ক্রীড়া করতে ও শিশুদের সঙ্গে আমোদ করতে পছন্দ করবে। পার্থিব চিন্তায় বা ভূষণাদির চিন্তায় তারা নিমগ্ন থাকবে।

তৃতীয় দ্রেক্কাণ—

২০°-৩০°। রাশি কুম্ভ। অধিপতি গ্রহ শনি। পুরুষ প্রকৃতি। জাতক অলঙ্কারপ্রিয় হবে। সমুদ্রের তলদেশের ন্যায় রত্নযুক্ত হবে অর্থাৎ অন্তঃস্তলে তার নানা গুণ থাকবে। নৃত্য-গীতাদি বা কাব্য-পরিহাসে পটু হবে। হস্তে লাঠি বা ধনুর্ধারণ করতে ভালবাসবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement