বৃষ লগ্নে জাতকের দশম স্থান কতটা গুরুত্বপূর্ণ

অনেক ক্ষেত্রে দেখা যায় কোষ্ঠীতে সপ্তম স্থান প্রভাবশালী থাকায় জাতক কোনও না কোনও ভাবে স্বতন্ত্র রোজগার করে বা ব্যবসা করে।

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ০১ মার্চ ২০১৯ ০০:০০
Share:

অনেক ক্ষেত্রে দেখা যায় কোষ্ঠীতে সপ্তম স্থান প্রভাবশালী থাকায় জাতক কোনও না কোনও ভাবে স্বতন্ত্র রোজগার করে বা ব্যবসা করে। এর মাধ্যমে কষ্টেসৃষ্টে তার জীবন চলতে থাকে। কিন্তু যদি উচ্চপদস্থ সরকারি বা বেসরকারি, যে কোনও উচ্চ পদ ইত্যাদি চাকরির প্রয়োজন হয়, তবে দশম স্থানের উচ্চ প্রভাব ছাড়া কোনও ভাবেই সাফল্য পাবেন না। তাই চাকরির ক্ষেত্রে দশম স্থানের প্রভাব অবশ্যম্ভাবী।

Advertisement

এখন দেখে নেওয়া যাক বৃষ লগ্নের জাতকের এই প্রভাব কতটা কার্যকরী ভূমিকা পালন করে:

১। বৃষ লগ্নে জাতকের দশম পতি শনি, যা একাধারে নবম পতি হওয়ায় দু’টি সর্বশ্রেষ্ঠ স্থান দখল করে আছে। এর ফলে শুভ ফলদায়ক রাজযোগের সৃষ্টি হয়।

Advertisement

২। শুভফল দানকারী এই শনি যদি কোষ্ঠীতে শক্তিশালী হয়ে বিশেষত স্বগৃহী বা উচ্চস্থ হয় তবে জাতকের রাজসম্মান প্রাপ্ত হয়।

৩। যদি বৃষ লগ্নের জাতকের কোষ্ঠীতে কারক গ্রহ লগ্নপতি শুত্রু এবং শনি দশম স্থানের কোনও স্থান থেকে দৃষ্টিপাত করে অথবা দশম স্থানে উপস্থিত হয় তবে জাতকের জীবনে অত্যন্ত উন্নতি ঘটে।

আরও পড়ুন: শাস্ত্রীয় মতে কোন দিন গর্ভধারণ করলে সুসন্তান লাভ সম্ভব জানেন?

(উদাহরণস্বরূপ বলা যায়, প্রসিদ্ধ গায়িকা লতা মঙ্গেশকরের কোষ্ঠীতে এই ধরনের যোগ বিদ্যমান)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন