বৃহস্পতির সঙ্গে রবি ও চন্দ্র এক রাশিতে থাকার ফলাফল

বৃহস্পতি ও রবি এক রাশিস্থ হলে দেখা যায় যে জাতকের চিন্তাভাবনা খুব বৃহৎ ক্ষেত্রে জড়িয়ে থাকে। বড় হওয়ার বা দশ জনের এক জন হওয়ার প্রবণতা বেশি মাত্রায় দেখা যায়।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ২৬ মার্চ ২০১৯ ০০:০০
Share:

বৃহস্পতি ও রবি এক রাশিস্থ হলে দেখা যায় যে জাতকের চিন্তাভাবনা খুব বৃহৎ ক্ষেত্রে জড়িয়ে থাকে। বড় হওয়ার বা দশ জনের এক জন হওয়ার প্রবণতা বেশি মাত্রায় দেখা যায়। যে কোনও বড় রোগ থেকে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠার ক্ষমতা থাকে এদের। এরা ভীষণ মিশুকে এবং বন্ধুভাবাপন্ন হয়। সহৃদয়তা, দয়া, ক্ষমা এদের অন্যতম বৈশিষ্ট।

Advertisement

এরা কখনও কারও সঙ্গে বিশ্বাসঘাতকতা করে না। অন্যের ক্ষতি করে নিজের কার্যসিদ্ধি কখনও করে না। তবে অতিমান্যতা বা নিজেকে সব সময় বড় করে দেখার কারণে এরা আপন গুরুজনদের কাছে কখনও দুঃখের কারণ হয়ে দাঁড়ায় নিজেদের অজান্তে।

বৃহস্পতি ও চন্দ্র এক রাশিস্থ হলে বা সমসপ্তমস্ত হলে একটি প্রথম শ্রেণির রাজযোগের ফলদান করে থাকে। প্রথমত মানসিক ভাবে এই জাতকরা অত্যন্ত আশাবাদী ও দৃঢ় হয়ে থাকে। এদের কথার মধ্যে সব সময় আশার বাণী অন্তর্নিহিত থাকে।

Advertisement

আরও পড়ুন: বৃহস্পতির সঙ্গে মঙ্গল, বুধ ও শুক্র এক রাশিস্থ হওয়ার ফলাফল

এরা বিখ্যাত, হাসিখুশি ও প্রাণপ্রাচুর্যে ভরপুর থাকে আজীবন। এই ধরনের জাতক অত্যন্ত ভাগ্যবান হন। এদের প্রায় সব আশাই পূর্ণ হয় এবং এরা এদের স্বপ্ন সফল করতে সক্ষম হয়।

বিচার বিশ্লেষণ করার অভূতপুর্ব ক্ষমতা থাকে এদের মধ্যে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হজম ক্ষমতাও বৃদ্ধিপ্রাপ্ত হয়। এরা সব কিছু বড় করে ভাবে এবং বৃহৎ ক্ষেত্রে কাজ করা পছন্দ করে। সাধারণত জীবনে প্রায় সব ক্ষেত্রেই এরা বিশেষ ভাবে সফল হতে পারে।

জন্মকালীন অবস্থা থেকে অনেক উঁচুতে নিজেকে প্রতিষ্ঠা করে। আইনি সমস্যা দীর্ঘস্থায়ী হয় না বা অন্যান্য গ্রহ অনুকূল হলে এই ধরনের ঝামেলা জাতকের জীবনে কখনওই আসে না। এরা কখনও কোনও বাজে কাজে লিপ্ত হয় না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন