Vastu Shastra

বাড়ির কোন দিকের অধিপতি গ্রহ কে এবং কোন দিক উঁচু হলে কী ফল পাওয়া যায়

বর্গাকার বাস্তু অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থ সমান জমিতে বাড়ি তৈরি করা সবচেয়ে ভাল। এই তালিকার দু’নম্বরে থাকবে আয়তকার জমি। বাড়ির বিভিন্ন দিকের উচ্চতার উপর বাড়ির শুভ অশুভ প্রভাব নির্ভরশীল।

Advertisement

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ১৭ অগস্ট ২০২১ ০৮:৩৩
Share:

প্রতীকী চিত্র।

বর্গাকার বাস্তু অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থ সমান জমিতে বাড়ি তৈরি করা সবচেয়ে ভাল। এই তালিকার দু’নম্বরে থাকবে আয়তকার জমি। বাড়ির বিভিন্ন দিকের উচ্চতার উপর বাড়ির শুভ অশুভ প্রভাব নির্ভরশীল। বাড়ি তৈরির সময় বিভিন্ন দিকের সঠিক উচ্চতার দিকে নজর রাখা প্রয়োজন। বাড়ি তৈরির সময় চতুর্দিকের ভূমিতল এবং বাড়ির উচ্চতার উপর নজর দিলে বা বাস্তুগত ভাবে উচ্চতা বজায় রাখলে বাড়িতে শুভ প্রভাব মেলে। বাস্তুগত ভাবে বাড়ির প্রত্যেক দিকের অধিপতি এক একটি গ্রহ। দেখে নেওয়া যাক কোন দিকের অধিপতি কে এবং কোন দিক উঁচু হলে কী ফল পাওয়া যায়।

Advertisement

বাড়ির পূর্ব দিকের অধিপতি সূর্য। পূর্ব দিকের ভূমিতলের উচ্চতা বেশি হলে বা পূর্ব দিক উঁচু হলে সন্তান সংক্রান্ত সমস্যা এমনকি সন্তানহানিও হতে পারে।

পশ্চিম দিকের অধিপতি গ্রহ শনি। বাড়ির পশ্চিম দিকের ভূমিতল উঁচু হলে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। সন্তানের জীবনে সফলতা আসে।

Advertisement

দক্ষিণ দিকের অধিপতি গ্রহ মঙ্গল। বাড়ির দক্ষিণ দিকের ভূমিতল উঁচু হলে শারীরিক ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তি হয়।

উত্তর দিকের অধিপতি গ্রহ বুধ। বাড়ির উত্তর দিকের ভূমিতল উঁচু হলে সুখহানির আশঙ্কা থাকে।

উত্তর-পূর্ব দিকের অধিপতি গ্রহ বৃহস্পতি। বাড়ির উত্তর-পূর্ব ভূমিতল উঁচু হলে দারিদ্র, বিভিন্ন রকম সমস্যা, বাড়ির সদস্যহানির আশঙ্কা থাকে।

দক্ষিণ-পশ্চিম দিকের অধিপতি গ্রহ রাহু। দক্ষিণ-পশ্চিম দিকের ভূমিতল উঁচু হলে আর্থিক স্বচ্ছলতা, আর্থিক লাভের সম্ভাবনা থাকে।

দক্ষিণ-পূর্ব দিকের অধিপতি গ্রহ শুক্র। বাড়ির এই দিকের ভূমিতল উঁচু হলে সন্তানহানির আশঙ্কা থাকে।

উত্তর-পশ্চিম দিকের গ্রহ অধিপতি চন্দ্র। বাড়ির উত্তর-পশ্চিম দিক উঁচু হলে সম্পদ এবং বিলাসিতা বাড়বে।

এই ক্ষেত্রে কেবলমাত্র ভূমিতল নয়, সামগ্রিক ভাবে বাড়ির উচ্চতাও এই বিষয়ের সঙ্গে সম্পর্কিত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন