Lizard

শরীরের কোন অংশে টিকটিকি পড়লে তার কী প্রভাব

টিকটিকি প্রায় আমাদের প্রত্যেক ঘরেই দেখতে পাওয়া যায় এবং আমরা এই প্রাণীটির উপস্থিতিতে যে একটু বিরক্ত বোধ করি, এ কথাও ঠিক।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২২ ০৮:৩৭
Share:

প্রতীকী চিত্র।

টিকটিকি প্রায় আমাদের প্রত্যেক ঘরেই দেখতে পাওয়া যায় এবং আমরা এই প্রাণীটির উপস্থিতিতে যে একটু বিরক্ত বোধ করি, এ কথাও ঠিক। কিন্তু জানেন কি, বাস্তু মতে টিকটিকি আমাদের জীবনে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? অর্থাৎ টিকটিকি আমাদের শরীরের যে কোনও অংশেই পড়ুক না কেন, তার ভিন্ন ভিন্ন প্রভাব রয়েছে।

Advertisement

শরীরের কোন অংশে টিকটিকি পড়লে কী ঘটতে পারে:

• যদি টিকটিকি ঘরের উত্তর বা পূর্ব দিকের দেওয়ালে চলাফেরা করে বা ডাকাডাকি করে ঘুরে বেড়ায়, তা হলে জানতে হবে এই লক্ষণ খুব শুভ। এ ক্ষেত্রে হঠাৎ টাকা পেতে পারেন বা হঠাৎ করে চাকরিতে পদোন্নতি হতে পারে।

Advertisement

• শরীরের কিছু অংশে টিকটিকি পড়া খুব শুভ, এতে সমৃদ্ধি বৃদ্ধি পায়। যেমন— মাথায়, উরুতে, নিচের ঠোঁটে, নাভিতে এবং পায়ের মধ্যে। কিন্তু ভ্রূতে টিকটিকি পড়া একেবারেই ভাল লক্ষণ নয়।

• যদি কখনও বাড়ির বাইরে থেকে ঘরের ভেতরে প্রবেশ করছেন সেই সময় টিকটিকির ডাক শুনতে পান, তা হলে জানতে হবে এটি খুব শুভ লক্ষণ। শ্রীবৃদ্ধির জন্য শুভ সময় এগিয়ে আসছে আপনার জীবনে।

• নিজের গলায় যদি টিকটিকি পড়ে, তা হলে জানবেন খুব দ্রুত আপনার জীবন থেকে শত্রুনাশ হতে চলেছে।

• যদি কোনও ভাবে টিকটিকি উপর থেকে পড়ে নীচের শেষ অংশ স্পর্শ করে, তা হলে এটিকে অত্যন্ত শুভ লক্ষণ বলে মানা হয়।

• যদি বাম দিকের কাঁধে টিকটিকি পড়ে তা হলে খুব সাবধানে থাকতে হবে, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা।

• কিছু ক্ষণ পর পর যদি পূর্ব দেওয়ালে টিকটিকির ডাক শোনা যায়, তা হলে বুঝতে হবে যে, ব্যবসায় উন্নতি আসন্ন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন