ফেং শুই

পূজা শিরাসি (গত ১৪ বছর ধরে পরাবিদ্যার চর্চা করছেন। ট্যারো কার্ড রিডিং, চিনা জ্যোতির্বিদ্যা এবং ফেং শুই-এর জগতে তিনি অতি পরিচিত মুখ।)

Advertisement
শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০১৬ ০০:০৫
Share:

কোন কাজ আজ শুভ :

Advertisement

আজ বিশেষ শুভ দিন নয়। বড় কোনও কাজ আজ হাতে নেবেন না।

Advertisement

কোন কাজ আজ এড়িয়ে চলবেন :

আজ বিশেষ শুভ দিন নয়। বড় কোনও কাজ আজ হাতে নেবেন না।

শুভ ক্ষণ :

সকাল ৫টা থেকে ৬টা ৫৯মিনিট
সকাল ৯টা থেকে ১২টা ৫৯মিনিট

আজকের টোটকা :

বাড়ি ও কাজের জায়গার নেগেটিভ এনার্জি দূরে রাখতে সুগন্ধী ধূপ জ্বালান। তিব্বতি ধাতুর বাটির আওয়াজ বা মন্দিরের ঘণ্টার আওয়াজও নেগেটিভ এনার্জি দূর করতে ভাল কাজ করে। গায়ত্রী মন্ত্র, ওম বা ওম মনি পদ্মে হুম মন্ত্র চালিয়ে রাখলেও নেগেটিভ এনার্জি দূর হবে। পজিটিভ এনার্জিও বাড়বে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement