Kali Puja 2024

মা কালীকে পায়েস ভোগ দেওয়া শুভ, কালীপুজোর দিন সৌভাগ্য ফেরাতে আর কী কী কাজ করবেন?

জ্যোতিষশাস্ত্র মতে কালীপুজোর দিন কিছু টোটকা মেনে চলতে পারলে আমাদের জীবনে নানা শুভ ফল প্রাপ্তি হতে পারে।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৪ ১২:৩৩
Share:

—প্রতীকী ছবি।

৩১ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার কালীপুজো। হিন্দুদের কাছে মা কালী শক্তিরূপে পূজিত হয়ে আসছেন। জ্যোতিষশাস্ত্র মতে কালীপুজোর দিন কিছু টোটকা মেনে চলতে পারলে আমাদের জীবনে নানা শুভ ফল প্রাপ্তি হতে পারে। এ ছাড়াও সংসারের মঙ্গল কামনায় এই দিনের নানা টোটকা রয়েছে যা করতে পারলে উপকার পাওয়া যায়।

Advertisement

টোটকা:

১) বিপদ থেকে রক্ষা পেতে কালীপুজোর দিন মা কালীকে একটা খাঁড়া এবং ১০৮টি লাল জবার একটি মালা অর্পণ করুন।

Advertisement

২) জীবনে সাফল্য আনতে এই দিন মাকে আতপ চাল, একটা গোটা নারকেল এবং ঘি নিবেদন করুন।

৩) কালীপুজোর দিন যে কোনও মন্দিরে ঘিয়ের প্রদীপ জ্বালুন।

৪) সম্ভব হলে মা কালীকে লাল ফল, লাল মোমবাতি, লাল প্রদীপ এবং লাল বস্ত্র অর্পণ করুন।

৫) কালীপুজোর দিন কাছের মানুষদের প্রদীপ উপহার দেওয়া অত্যন্ত শুভ। তবে মাটির প্রদীপই উপহার দিতে হবে, ধাতুর প্রদীপ উপহার দেওয়া যাবে না।

৬) অনেকেই জানেন না যে, মা কালী পায়েস খুব পছন্দ করেন। এই দিন উপবাস রেখে মাকে পায়েস ভোগ দিন।

৭) মা কালীর পুজো সম্পন্ন হওয়ার পর পুজোর যে কোনও একটা জিনিস নিজের ঘরে নিয়ে এসে রাখুন, এর ফলে গৃহে সুখশান্তি বজায় থাকে।

৮) এই দিন মায়ের মন্দিরে কালো তিল ও সর্ষের তেল দিয়ে আসুন।

৯) কালীপুজোর রাতে বাড়ির ছাদে একটা পাঁচমুখী প্রদীপ জ্বালুন। ছাদে সম্ভব না হলে বাড়ির উঠোনেও জ্বালতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement