Most Strategic Zodiac Signs

পেশাজীবন থেকে সম্পর্ক, যে কোনও ক্ষেত্রে ছক কষে এগোয়, পরিকল্পনা ছাড়া এক পা-ও ফেলতে নারাজ চার রাশি!

বহু মানুষই রয়েছেন যাঁরা কিছু না ভেবেই কাণ্ড ঘটিয়ে বসেন। কিন্তু রাশিচক্রের চার রাশি সেই তালিকায় পড়ে না বললেই চলে। এরা কোনও কাজ করার আগে নিজের মাথায় সেটা সফল করার ছক কষে নেয়।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫ ১০:৫১
Share:

—প্রতীকী ছবি।

কথায় বলে, কাজ করার আগে ভাবা উচিত। কোনও কাজ করে ফেলার পর সেটা নিয়ে আর ভেবে লাভ নেই। বাস্তবে ব্যাপারটা ঠিক তাই। কোনও কিছু করার আগে ভাবলে সেটি আরও ভাল করে করার রাস্তা পাওয়া যায়। কিন্তু সেটা করে ফেলে ভাবতে বসলে লাভের লাভ কিছু হয় না। উপরন্তু ক্ষতিই হয়। এই ভাবনার অর্থ নেই। এতে সময় নষ্ট হয়, একই সঙ্গে মানসিক শান্তিও বিঘ্নিত হয়। যদিও সকলের পক্ষে এই কার্যকরী পন্থা মেনে চলা সম্ভব হয় না। বহু মানুষই রয়েছেন যাঁরা কিছু না ভেবেই কাণ্ড ঘটিয়ে বসেন। কিন্তু রাশিচক্রের চার রাশি সেই তালিকায় পড়ে না বললেই চলে। এরা কোনও কাজ করার আগে নিজের মাথায় সেটা সফল করার ছক কষে নেয়। জেনে নিন তারা কারা।

Advertisement

কোন চার রাশি পরিকল্পনা করে কাজ করেন?

কর্কট: সফলতার শিখরে পৌঁছোনোর খিদে কর্কট রাশির জাতক-জাতিকাদের মধ্যে অনেক ছোট বয়স থেকেই দেখা যায়। তাঁরা সেটির জন্য হাড়ভাঙা পরিশ্রম করতেও কুণ্ঠা বোধ করেন না। এরই সঙ্গে এই রাশির ব্যক্তিরা এটাও জানেন যে কেবল খাটলেই হবে না পরিকল্পনারও প্রয়োজন রয়েছে। তাই এই রাশির মানুষেরা যে কোনও কাজ করার আগে সেটিকে সুষ্ঠু ভাবে করার ছক আগে থেকেই নিজের মাথায় কষে নেন।

Advertisement

কন্যা: কন্যা রাশির ব্যক্তিরা সর্বদা সব কিছু নিখুঁত ভাবে করতে চান। রোজকার কাজ থেকে সম্পর্ক, সব ক্ষেত্রেই এঁরা নিজের সেরাটা দিতে চান। সেই চাহিদা থেকেই এঁরা সব সময় কী করে আরও ভাল হয়ে ওঠা যায় সেই ভাবনায় বুঁদ থাকেন। পরিকল্পনা না করে কোনও কাজ এঁরা করেন না। যে কোনও ক্ষেত্রে পরিকল্পনা করে এগোতেই এঁরা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন।

বৃশ্চিক: বৃশ্চিক রাশি কখনও নিজের ব্যাপারে বড়াই করেন না। এঁরা চুপচাপ থাকতে পছন্দ করেন। এই রাশির ব্যক্তিদের দেখলে মনে হয় যে এঁদের ভবিষ্যতের কোনও চিন্তা নেই, কিন্তু আসলে এঁরা সবটাই আগে থেকে পরিকল্পনা করে রেখে দেন। এঁরা সেই সব ব্যাপারে ঢাক পেটাতে মোটেই পছন্দ করেন না। কিন্তু পরিকল্পনা ছাড়া এঁরা জীবনে একটা পদক্ষেপও করেন না।

কুম্ভ: কুম্ভ রাশির জাতক-জাতিকারা দূরদর্শী হন। এঁরা সর্বদা কাল কী হতে চলেছে সেটা আজই ভেবে রাখতে পছন্দ করেন। হুট করে যখন যেটা মন চাইল সেটাই করে ফেলেন না এঁরা। ভবিষ্যৎকে কী করে আরও রঙিন করে তোলা যায় সেই ভাবনা সর্বদা এঁদের মাথায় ঘুরতে থাকে। পরিকল্পনাকে বাস্তবায়িত করার জন্য কঠোর পরিশ্রম করার ব্যাপারেও পিছপা হন না এঁরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement