—প্রতীকী ছবি।
জীবনে কখনও মিথ্যা কথা বলেননি এমন মানুষ খুব কমই পাওয়া যায়। ছোটবেলায় যতই শেখানো হোক যে মিথ্যা বলা পাপ, বড় হয়ে পরিস্থিতির চাপে পড়ে প্রায় সকলেই কমবেশি মিথ্যা কথা বলে থাকেন। যদিও এই সবাইয়ের দল থেকে নিজেদের আলাদা রাখা শ্রেয় মনে করেন চার রাশি। এই রাশির কেউই যে একদম মিথ্যা বলেন না সেটা নয়, তবে পরিসংখ্যান বলছে মিথ্যা না বলার ব্যাপারে এঁরা অন্যদের থেকে এগিয়ে রয়েছেন। জেনে নিন তাঁরা কারা।
কোন চার রাশি সর্বদা সত্যি কথা বলে?
মেষ: মঙ্গলের রাশি মেষ মিথ্যা কথা বলতে মোটেও পছন্দ করে না। এই রাশির ব্যক্তিরা নিজেরাও মিথ্যা বলেন না এবং অপরের থেকেও সর্বদা সত্যিটা শোনার আশা রাখেন। এঁরা মনে করেন একে অপরের মধ্যে বিশ্বাসের বন্ধন অটুট রাখবার জন্য সত্যিটা বলা জরুরি। সত্যি যত কঠিনই হোক, এঁরা সেটার আশ্রয় নেওয়াই শ্রেয় মনে করেন।
কন্যা: কন্যা রাশির অধিপতি গ্রহ হল বুধ। এই রাশির জাতক-জাতিকারাও সব সময় সত্যি কথা বলেন। পরিস্থিতি যতই কঠিন হোক, এঁরা মিথ্যা বলা পছন্দ করেন না। সত্যি বলে ঝামেলায় ফাঁসতে এঁরা ভয় পান না। কিন্তু কোনও মতেই এঁরা মিথ্যা কথা বলেন না। যে সকল মানুষ মিথ্যা বলেন তাঁদের থেকে দূরে থাকেন এঁরা।
ধনু: বৃহস্পতির রাশি ধনু রাশির ব্যক্তিরা সোজাসাপটা কথা বলার জন্য বিখ্যাত। এঁরা যা বলার মুখের উপর বলে দিতে পছন্দ করেন। সর্বদা সত্যিটাই বলেন। লোকের পিছনে কথা বলতে একদম পছন্দ করেন না ধনু রাশির ব্যক্তিরা। মিথ্যা কথা এঁদের দু’চোখের বিষ। পরিবর্তে মানুষ কষ্ট পেলেও, এঁরা তাঁকে কঠিন সত্যি বলে কষ্ট দিতেই বেশি পছন্দ করেন। বানানো মিথ্যা বলে সাময়িক সুখ দেন না।
মকর: শনি দ্বারা পরিচালিত মকর রাশির জাতক-জাতিকারা কঠোর নিয়মানুবর্তিতার ঘেরাটোপে জীবন কাটাতে ভালবাসেন। এঁরা কখনও নিয়মের বাইরে কোনও কাজ করেন না। মিথ্যা কথা বলাটা এঁদের কাছে পাপের সমান। এঁরা বিশ্বাস করেন পরিস্থিতি যা-ই হোক না কেন, সর্বদা সত্যিটাই বলা উচিত। সেই বিশ্বাসের উপর ভর করেই এঁরা এঁদের জীবন কাটান।