—প্রতীকী ছবি।
ভালবাসা খুবই সুন্দর একটা অনুভূতি। এক জন সম্পূর্ণ মানুষকে চেনা, তাঁকে জানা, বোঝার চেষ্টা করার মতো সুন্দর জিনিস পৃথিবীতে খুব কমই রয়েছে। যদিও সেটা তখনই সুন্দর হয়, যখন বিপরীতে থাকা মানুষটিও আমাদের সঙ্গে তাল মিলিয়ে চলার চেষ্টা করেন। আমাদের ভালমন্দের খেয়াল রাখেন, আমাদের পছন্দ-অপছন্দকে গুরুত্ব দেন। সম্পর্কে দু’জন মানুষের মধ্যে বোঝাপড়া না থাকলে তিক্ততা বাড়তে বাধ্য। শেষে গিয়ে সেই সম্পর্ক টেকানো মুশকিল হয়ে যায়। সব সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়ায় না। সকলে সুন্দর সম্পর্কের সুখও পান না। কিন্তু রাশিচক্রের তিন রাশি রয়েছে যাদের ভালবাসার মানুষ খুঁজে পেতে বিশেষ কাঠখড় পোড়াতে হয় না। সম্পর্কে এঁদের বিশেষ কষ্টও পেতে হয় না। কাছের মানুষের ‘চোখের তারা’ হন এঁরা।
কোন তিন রাশির মানুষের সম্পর্ক-ভাগ্য হয় দুর্দান্ত?
মিথুন: মিশুকে ব্যবহার ও খোলামেলা চিন্তাধারার জন্য মিথুন রাশির জাতক-জাতিকারা খুব সহজেই আশপাশের মানুষের মন জয় করে ফেলেন। এই রাশির সঙ্গীরা এঁদের আগলে রাখেন। কারণ পরিবর্তে মিথুনও তাঁদের সবটা দিয়ে ভালবাসেন। এঁরা নিজেদের কাছের মানুষের খবর নেওয়া, তাঁদের ভালমন্দের খেয়াল রাখার ব্যাপারে সর্বদা এগিয়ে থাকেন। পরিবর্তে সঙ্গীরাও মিথুনকে ভালবাসার মোড়কে মুড়িয়ে দেন। সম্পর্কে ব্যথা এই রাশির ব্যক্তিদের খুব একটা পেতে হয় না।
সিংহ: সিংহ রাশির ব্যক্তিরা নিজেদের ব্যক্তিত্ব ও হাবভাবের বলে অন্যদের নিজেদের দিকে সহজেই আকৃষ্ট করতে পারেন। এঁরা সহজে কারও সামনে মাথা নোয়ান না। কিন্তু ভালবাসার মানুষের জন্য যা কিছু করতে পারেন। পরিবর্তে মনের মানুষটিও এঁদের ভালবাসায় ভরিয়ে রাখেন। এঁদের কোনও কথা অমান্য করেন না। সিংহ রাশির ব্যক্তিদের সম্পর্কে বিশেষ জটিলতা পোহাতে হয় না। সঙ্গীরা সর্বদা এঁদের মনের মতো করে চলার চেষ্টা করেন।
তুলা: যুক্তিবাদী তুলা রাশির জাতক-জাতিকাদের ভালবাসা খুঁজে পেতে বিশেষ কষ্ট করতে হয় না। বরং ভালবাসা নিজে এঁদের কাছে হেঁটে আসে। এঁরা যেমন যুক্তি দিয়ে সব কিছু বোঝার চেষ্টা করেন, তেমনই আবেগকেও গুরুত্ব দেন। সেই কারণে মানুষের মনে জায়গা করে নেওয়া এঁদের জন্য সহজ ব্যাপার হয়ে দাঁড়ায়। মনের মানুষ তুলা রাশিকে আগলে রাখেন। বদলে তুলারাও তাঁদের জীবন ভালবাসার রঙে রাঙিয়ে দেন।