Various Types of Tilak in Astrology

দইয়ের ফোঁটা সকলের জন্য শুভ নয়! জরুরি কাজে বেরোনোর আগে রাশি মেনে তিলক কাটুন, তা হলেই সাফল্য আসবে

সুরক্ষা প্রদানের আশ্বাস নিয়ে আমরা চন্দন, হলুদ প্রভৃতি জিনিসের ফোঁটা দিয়ে থাকি। কিন্তু অনেকেরই এটা জানা নেই যে সব জিনিসের ফোঁটা সকলের জন্য শুভ নয়। অর্থাৎ, যে উদ্দেশ্যে ফোঁটা দেওয়া হচ্ছে সেটা তো পূরণ হবেই না, উপরন্তু ক্ষতি হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দেয়।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৫৮
Share:

—প্রতীকী ছবি।

হিন্দু ধর্মে কোনও শুভ কাজে যাওয়ার আগে মাথায় নানা দ্রব্যের ফোঁটা দেওয়ার প্রচলন রয়েছে। এ ক্ষেত্রে সাধারণত আমরা দইয়ের ফোঁটাই দিয়ে থাকি। বিশ্বাস করা হয় যে, দইয়ের ফোঁটা দিলে কাজে সফলতা প্রাপ্তির পথ প্রশস্ত হয়। এ ছাড়া সুরক্ষা প্রদানের আশ্বাস নিয়েও আমরা চন্দন, হলুদ প্রভৃতি জিনিসের ফোঁটা দিয়ে থাকি। কিন্তু অনেকেরই এটা জানা নেই যে সব জিনিসের ফোঁটা সকলের জন্য শুভ নয়। অর্থাৎ, যে উদ্দেশ্যে ফোঁটা দেওয়া হচ্ছে সেটা তো পূরণ হবেই না, উপরন্তু ক্ষতি হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দেয়। শাস্ত্রমতে, প্রতিটি রাশির জন্য নির্দিষ্ট উপাদানের ফোঁটা পরা শুভ। জেনে নিন সেগুলি কী।

Advertisement

কোন রাশির জন্য কোন উপাদানের ফোঁটা শ্রেয়?

মেষ: কুমকুমের ফোঁটা মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ।

Advertisement

বৃষ: বৃষ রাশির ব্যক্তিদের জন্য সাদা চন্দনের ফোঁটা শুভ।

মিথুন: কেশরের ফোঁটা মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ।

কর্কট: দইয়ের ফোঁটা কর্কট রাশির ব্যক্তিদের জন্য শুভ।

সিংহ: সিংহ রাশির জাতক-জাতিকারা শুভ কাজে যাওয়ার আগে সিঁদুরের ফোঁটা লাগাতে পারেন।

কন্যা: অষ্টগন্ধার ফোঁটা কন্যা রাশির জন্য শুভ।

তুলা: তুলা রাশির ব্যক্তিরা যে কোনও শুভ কাজে যাওয়ার আগে লাল চন্দনের ফোঁটা লাগাতে পারেন।

বৃশ্চিক: মেটে সিঁদুরের টিকা বৃশ্চিকের জন্য শুভ।

ধনু: ধনু রাশির জাতক-জাতিকারা কপালে হলুদ ও চন্দনের ফোঁটা লাগাতে পারেন।

মকর: লাল চন্দনের ফোঁটা মকরের জন্য শুভ।

কুম্ভ: কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জন্য কাজলের ফোঁটা শুভ।

মীন: সাদা চন্দন ও কেশরের ফোঁটা মীন রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement