ছবি: (এআই সহায়তায় প্রণীত)।
মনের মানুষকে ভাল রাখতে কে না চান। সকলেই চান যে তাঁদের কাছের মানুষটি তাঁদের চোখের সামনে না থাকলেও যেন সুরক্ষিত থাকেন। কোনও বিপদ যেন তাঁকে ছুঁতে না পারে। কিন্তু এঁদেরই মধ্যে কিছু মানুষ রয়েছেন যাঁরা তাঁদের সঙ্গীকে এক প্রকার চোখে হারান। সর্বদা তাঁর সঙ্গে থাকতেই পছন্দ করেন। পরিবারের বাকি লোক, বন্ধুবান্ধবদের ধার ধারেন না। রাশিচক্রের পাঁচ রাশির মধ্যে এই প্রবণতা বেশি দেখা যায়। তাঁরা নিজেদের ভালবাসার মানুষের কথা ভেবেই দিন কাটিয়ে ফেলতে পারেন। জেনে নিন তাঁরা কারা।
কোন পাঁচ রাশি ভালবাসার মানুষকে চোখে হারায়?
মেষ: সাহসী মেষ রাশি ভালবাসতে ভয় পান না। যে কোনও পরিস্থিতিতে এঁরা মনের মানুষের হাতটি শক্ত করে ধরে রাখেন। কখনওই ছেড়ে যাওয়ার কথা ভাবেন না। তবে বিনিময়ে একটাই জিনিস চান এঁরা, সময়। মেষের সঙ্গে সম্পর্কে থাকতে গেলে দিনের প্রায় পুরো সময়টাই এঁদের জন্য বরাদ্দ রাখতে হবে।
বৃষ: বৃষ রাশির ব্যক্তিদের চোখ বুজে বিশ্বাস করা যায়। এঁরা কখনও কাউকে ঠকান না। তাই এই রাশির ব্যক্তিরা এমন কারও সঙ্গেই সম্পর্কে থাকতে চান যাঁদের এঁরা আগুপিছু না ভেবেই বিশ্বাস করতে পারবে। এঁরা সঙ্গীকে ভাল রাখার জন্য সব কিছু করতে রাজি আছেন। তাঁদের আনন্দটাই এঁদের কাছে অগ্রাধিকার পায়।
কর্কট: আবেগতাড়িত কর্কট নিজেদের কাছের মানুষকে যত্নের মোড়কে মুড়িয়ে রাখেন। তাঁদের গায়ে কোনও কষ্টের আঁচ লাগতে দেন না। সর্বদা তাঁরা ঠিক আছেন কি না, কোনও ব্যাপারে অসুবিধা হচ্ছে কি না এ সকল বিষয়ে খোঁজ নেন। মনের মানুষকে কখনও একা অনুভব হতে দেন না কর্কটরা। কিন্তু সঙ্গী যদি কোনও কাজ এঁদের না জানিয়ে করে ফেলেন তখনই এঁদের খারাপ রূপটা বেরিয়ে আসে।
সিংহ: আচরণে ও নামে রাশভারী মনে হলেও, সিংহ রাশির ব্যক্তিরা আসলে মনের দিক থেকে খুবই নরম। আর তাঁদের এই নরম মনের ছোঁয়া কেবল মনের গহীনে থাকা মানুষটিই পান। সঙ্গীর জন্য যা কিছু করতে পারেন, কিন্তু সঙ্গীকেও সর্বদা তাঁর কথা মেনেই চলতে হবে। এটাই সিংহের এক মাত্র দাবী। সঙ্গীর প্রতি এই রাশি ব্যক্তিদের একটা অধিকারবোধ কাজ করে।
বৃশ্চিক: আবেগের দাস বৃশ্চিক কাছের মানুষের জন্য কিছু করতেই কখনও পিছপা হন না। এঁরা ভালবাসার মানুষটিকে সর্বদা চোখে চোখে রাখতে পছন্দ করেন। বৃশ্চিকের মনের মধ্যে কোনও কারণ ছাড়াই ভালবাসা হারিয়ে ফেলার ভয় কাজ করে। সেই ভয়ের বশে এঁরা সঙ্গীর প্রতি আরও যত্নবান হয়ে ওঠেন। তাঁদের খুশিই এঁদের কাছে অগ্রাধিকার পান, নিজেদের নিয়ে এঁরা ভাবেন না।