ছবি: (এআই সহায়তায় প্রণীত)।
প্রতিটি রাশিরই নিজস্ব সত্তা রয়েছে। এক রাশির সঙ্গে অপরের কিছুটা মিল থাকলেও, তাদের মধ্যে বিশেষ কিছু অমিলও থাকে। এক জন মানুষ কেমন প্রকৃতির হবেন সেটির অনেকটাই নির্ভর করে তাঁর রাশির উপর। এ ক্ষেত্রে একই রাশির মহিলা এবং পুরুষদের মধ্যেও বিশেষ কিছু ব্যাপারে অমিল দেখা যায় বলে দাবি করছে জ্যোতিষশাস্ত্র। রাশি অনুযায়ী মহিলারা কেমন প্রকৃতির হয় জেনে নিন।
রাশির বিচারে মহিলাদের স্বভাব কেমন হয়?
মেষ: মেষ রাশির মেয়েরা অত্যন্ত সাহসী প্রকৃতির হন। এঁরা প্রায় কোনও কিছুতেই ভয় পান না। যে কোনও পরিস্থিতির মোকাবিলা করতে সর্বদা প্রস্তুত এঁরা। এই রাশির মেয়েরা স্বাধীনচেতা প্রকৃতিরও হন। নিজের কাজ নিজে করতেই বেশি ভালবাসেন। অন্যের উপর ভরসা করে দিন কাটান না।
বৃষ: এই রাশির মেয়েরা ধীর-স্থির প্রকৃতির হন। কোনও ব্যাপারে চট করে মাথা গরম করেন না। পরিস্থিতি যতই কঠিন হোক, এঁরা শান্ত থেকে সেটির মোকাবিলা করতে পছন্দ করেন। বৃষ রাশির জাতিকারা কাছের মানুষদের প্রতি অত্যন্ত স্নেহশীল হন।
মিথুন: মিথুন রাশির ব্যক্তিরা কারও অনুপস্থিতিতে কথা বলতে পছন্দ করেন না। এঁরা অত্যন্ত স্পষ্টবাদী হন। সঠিক কথা যতই কঠিন হোক, এঁরা সেটা মুখের উপর বলে দেন। এঁদের আত্মবিশ্বাস প্রচুর। লোকে কী বলছে তা নিয়ে এঁরা ভাবেন না। এই রাশির মেয়েরা তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হন।
কর্কট: এই রাশির জাতিকারা কল্পনার জগতে দিন কাটাতে ভালবাসেন। এঁদের মধ্যে আত্মকেন্দ্রিক হওয়ার প্রবণতা লক্ষ করা যায়। বেশির ভাগ সময় এঁরা নিজের ব্যাপার নিয়েই ব্যস্ত থাকেন। এঁরা অত্যন্ত আবেগপ্রবণ। যুক্তির থেকে এঁরা আবেগকেই বেশি গুরুত্ব দেন।
সিংহ: সিংহ রাশির মহিলাদের মধ্যে জেদের পরিমাণ অন্যদের তুলনায় বেশি। এঁরা জেদের বশে নানা অসাধ্যসাধন করে থাকেন। এই রাশির ব্যক্তিরা খুব ভাল নেতৃত্ব দান করতে পারেন। কোনও দলের মাথা হয়ে কাজ করার ব্যাপারে এঁরা অন্যদের থেকে এগিয়ে রয়েছেন।
কন্যা: স্বপ্ন দেখতে ভালবাসেন কন্যা রাশির জাতিকারা। সেই স্বপ্নকে সত্যি করার জন্য কঠোর পরিশ্রম করার ব্যাপারেও কুণ্ঠা বোধ করেন না। এই রাশির মহিলারা আমোদপ্রিয় হন। সকলের সঙ্গে মিলেমিশে থাকতে, আনন্দ করতে খুব পছন্দ করেন।
তুলা: এই রাশির জাতিকারা কঠোর পরিশ্রমী হন। এঁদের বুদ্ধিও হয় তুখোড়। বুদ্ধি ও পরিশ্রমের বলে এঁরা সফলতার শিখরে পৌঁছোতে পারেন। মনের দিক থেকেও তুলা রাশির মেয়েরা খুব উদার প্রকৃতির হন। যে কোনও মানুষের প্রয়োজনে এঁরা সর্বদা পাশে দাঁড়ান।
বৃশ্চিক: বৃশ্চিক রাশির মেয়েরা নিজের কাজ নিজে করতে ভালবাসেন। অপরের উপর ভরসা করে থাকা পছন্দ নয় এঁদের। এঁরা সাধারণত কারও খারাপ চান না। তবে বৃশ্চিকের সঙ্গে খারাপ কিছু করলে এঁরা ভয়ঙ্কর হয়ে ওঠেন।
ধনু: সত্যি কথা বলতে পছন্দ করেন ধনু রাশির মেয়েরা। যতই প্রয়োজন পড়ুক, এঁরা মিথ্যা বলেন না। তেমনই অপর কোনও ব্যক্তি যদি এঁদের মিথ্যা বলেন, তা হলে সেটা এঁরা সহজেই ধরে ফেলেন। এই রাশির মেয়েরা কখনও অন্যায়কে সহ্য করেন না, প্রশ্রয়ও দেন না।
মকর: মকর রাশির মেয়েরা পরিশ্রমী হন । এঁদের কর্তব্যবোধ অন্যদের তুলনায় অনেক বেশি হয় বলে মনে করছেন জ্যোতিষীরা। মকর রাশির মেয়েরা সহজে ধৈর্য হারান না।
কুম্ভ: কুম্ভ রাশির মেয়েরা সকলের সঙ্গে মিলেমিশে জীবন কাটাতে পছন্দ করেন। এঁরা একা থাকতে মোটেও ভালবাসেন না। এই রাশির মেয়েরা একটু আদুরে প্রকৃতির হন। কাছের মানুষের কাছে নানা প্রকার আবদার করতে পছন্দ করেন এঁরা।
মীন: মীন রাশির জাতিকাদের ধর্মের প্রতি বিশেষ আগ্রহ থাকে। এঁরা আধ্যাত্মিক কাজকর্ম করতে পছন্দ করেন। কৌতূহলী স্বভাবের হওয়ার জন্য এঁরা নতুন নতুন বিষয়ে জ্ঞান সংগ্রহ করতে ভালবাসেন। এঁরা কারও উপর রাগ পুষে রাখেন না। সকলকে ক্ষমা করে দেন।